Wednesday 20 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ম্যারাডোনাকে ছুঁয়ে লাউতারো মার্টিনেজের রেকর্ড

স্পোর্টস ডেস্ক
২০ নভেম্বর ২০২৪ ১২:৪৭

রেকর্ড গড়েছেন লাউতারো

বছরজুড়েই ক্লাব ও জাতীয় দলের হয়ে দুর্দান্ত ফর্মে আছেন তিনি। আর্জেন্টিনার কোপা আমেরিকা জয়ের অন্যতম নায়ক লাউতারো মার্টিনেজ এবার ছুঁলেন আর্জেন্টাইন কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনাকে। পেরুর বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে জয়সূচক গোল করে ম্যারাডোনার পাশে বসেছেন তিনি।

পেরুর বিপক্ষে ম্যাচের ৫৩ মিনিটে মেসির অ্যাসিস্টে বল পেয়ে বাঁ পায়ের দুর্দান্ত এক শটে দলকে লিড এনে দেন লাউতারো। এই গোলেই শেষ পর্যন্ত জয় পেয়েছে আর্জেন্টিনা।

বিজ্ঞাপন

পেরুর বিপক্ষে আজকের গোলেই ম্যারডোনার পাশে বসেছেন লাউতারো। আর্জেন্টিনার জার্সি গায়ে লাউতারোর গোল এখন ৩২। ম্যারাডোনার গোলসংখ্যাও ৩২। দুজন এখন যৌথভাবে আর্জেন্টিনার হয়ে ৫ম সর্বোচ্চ গোলদাতা। ম্যারাডোনা ৩২ গোল করেছিলেন ৮৪ ম্যাচে। লাউতারো তার গোল ছুঁলেন ৭০ ম্যাচেই।

৬৪ ম্যাচে ৩৫ গোল করে লাউতারোর উপরে আছেন হার্নান ক্রেসপো। ১০১ ম্যাচে ৪১ গোলে তৃতীয় স্থানে আছেন সার্জিও আগুয়েরো। ৭৮ ম্যাচে ৫৫ গোলে দ্বিতীয় স্থানে আছেন গ্যাব্রিয়েল বাতিস্তুতা। ১৯১ ম্যাচে ১১২ গোলে সবার উপরে আছেন লিওনেল মেসি।

সারাবাংলা/এফএম

আর্জেন্টিনা ডিয়েগো ম্যারাডোনা পেরু লাউতারো মার্টিনেজ লিওনেল মেসি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর