Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ড. ইউনূসের ৬ মামলা বাতিল

স্টাফ করেসপন্ডেন্ট
২১ নভেম্বর ২০২৪ ১৩:৩১

ফাইল ছবি: হাইকোর্ট

ঢাকা: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে দায়ের হওয়া ছয় মামলা হাইকোর্ট বাতিল করে দিয়েছেন। এর মধ্যে একটি রাজধানীর কোতোয়ালি থানায় দায়ের হওয়া মানহানির মামলা। বাকি পাঁচটি মামলা শ্রম আদালতের।

গত ২৪ অক্টোবর বিচারপতি এ কে এম আছাদুজ্জামানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ মামলাগুলো বাতিলের আদেশ দিয়েছিলেন। বৃহস্পতিবার (২১ নভেম্বর) সেই আদেশের অনুলিপি প্রকাশিত হয়েছে।

বিজ্ঞাপন

রাজধানীর কোতোয়ালি থানায় ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে মানহানির মামলাটি হয়েছিল ২০১০ সালে। আদালত আদেশে বলেন, এই মামলাটি হয়েছিল ড. মুহাম্মদ ইউনূসকে হয়রানি করার উদ্দেশ্যে। তাকে হয়রানি করতে মামলার বাদী আদালতকে ব্যবহার করেছিলেন।

এদিকে শ্রম আদালতে ড. ইউনূসের বিরুদ্ধে হওয়া পাঁচটি মামলা ঢাকার তৃতীয় শ্রম আদালতে বিচারাধীন ছিল।

এই মামলাগুলো নিয়ে আদালত আদেশে লিখেছেন, মামলাগুলো করে আদালতের সময় নষ্ট করেছেন বাদী। যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ না করেই এসব মামলা করা হয়েছে। সে কারণেই এই পাঁচটি মামলা বাতিল করা হলো।

সারাবাংলা/টিআর

অন্তর্বর্তী সরকার ড. মুহাম্মদ ইউনূস হাইকোর্ট

বিজ্ঞাপন

ড. ইউনূসের ৬ মামলা বাতিল
২১ নভেম্বর ২০২৪ ১৩:৩১

আরো

সম্পর্কিত খবর