Wednesday 09 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হিলিতে ফার্মেসিসহ ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ নভেম্বর ২০২৪ ১৬:৪০ | আপডেট: ২১ নভেম্বর ২০২৪ ১৬:৪১

দিনাজপুর: দিনাজপুরের হিলিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ, স্যাম্পল ওষুধ ও অনুমোদনহীনভাবে পশুখাদ্য বিক্রির অভিযোগে ফার্মেসিসহ তিন ব্যবসা প্রতিষ্ঠানের মালিকের জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে উপজেলার বাংলাহিলি বাজারে অভিযান চালিয়ে এসব জরিমানা করেন
দিনাজপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মমতাজ বেগম।

দিনাজপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের কার্যালয় থেকে জরিমানার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এসময় তিনি অনুমোদনহীনভাবে পশুখাদ্য বিক্রির অভিযোগে কাওছার এন্টারপ্রাইজ নামের একটি ফিডের দোকান মালিককে ১০ হাজার টাকা, মেয়াদোত্তীর্ণ ওষুধ ও স্যাম্পল ওষুধ বিক্রির অভিযোগে মন্ডল ফার্মেসি মালিকের ৫ হাজার ও জাহিদুল ফার্মেসি মালিকের ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসআর

জরিমানা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর