বীজ আলুর কৃত্রিম সংকট, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থার দাবি
২১ নভেম্বর ২০২৪ ১৭:৪২
বগুড়া: বীজ আলুর সরবরাহে কৃত্রিম সংকট সৃষ্টিকারী ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, সার-কীটনাশকসহ কৃষি উপকরণ স্বল্পমূল্যে সরবরাহ এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধসহ শ্রমজীবীদের জন্য রেশনের দাবিতে মানববন্ধন করেছে বাসদ।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে বগুড়া শহরের সাতমাথায় বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ বগুড়া শাখা এ মানববন্ধনের আয়োজন করে।
ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য দেন, বাসদ বগুড়া জেলা শাখার আহ্বায়ক অ্যাডাভোকেট সাইফুল ইসলাম পল্টু, দিলরুবা নূরী, সাইফুজ্জামান টুটুল, শহিদুল ইসলাম ও নিয়তি সরকার নিতু।
এসময় বক্তারা বলেন, আলু লাগানোর এই ভরা মৌসুমে বীজ আলু সরবরাহে কৃত্রিম সংকট সৃষ্টি করছেন একদল অসাধু ব্যবসায়ী।
তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে বক্তারা আরও বলেন, সার-কীটনাশকসহ কৃষি উপকরণ রাষ্ট্রীয় উদ্যোগে স্বল্পমূল্যে সরবরাহ করতে হবে।
সারাবাংলা/এসআর