Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছাত্রলীগের সঙ্গে জড়িত অভিযোগে ২ শিক্ষার্থীকে পুলিশে সোপর্দ্দ

স্টাফ করেসপন্ডেন্ট
২১ নভেম্বর ২০২৪ ১৮:৫০

তানজিল হাসান রবি

চট্টগ্রাম ব্যুরো: নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে চট্টগ্রাম সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজের এক ছাত্রীসহ দুই শিক্ষার্থীকে পুলিশের হাতে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে দুজন কলেজে গেলে বৈষম্যবিরোধী আন্দোলনে যুক্ত একদল শিক্ষার্থী তাদের আটক করে তাদের পুলিশের কাছে দেন। পুলিশ তাদের স্থানীয় চকবাজার থানায় নিয়ে যায়।

আটক দুই শিক্ষার্থী হলেন— তানজিল হাসান রবি ও ইসরাত জাহান। দুজনই মহসিন কলেজের ডিগ্রি পাস কোর্সের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। এর মধ্যে তানজিল হাসান রবি ছাত্রলীগের কলেজ শাখার যুগ্ম সম্পাদক বলে জানা গেছে।

চকবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল কবির সারাবাংলাকে বলেন, ‘ছাত্রলীগের দুই সদস্যকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে শিক্ষার্থীরা। এর মধ্যে একজন মেয়েও আছেন। তারা এখনও থানায় আছেন। বিষয়টি আমরা তদন্ত করছি। এরপর তাদের বিষয়ে সিদ্ধান্ত নেব।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মহসিন কলেজ শাখার প্রধান সমন্বয়ক এ জি এম বাপ্পি সারাবাংলাকে বলেন, ‘ঘটনাটি জানার পরপরই আমি সেখানে যায়। তাদের দুজনকেই আমি চিনি। তারা সক্রিয়ভাবে ছাত্রলীগের রাজনীতি করত। সাধারণ শিক্ষার্থীদেরকে আমি তাদের ওপর চড়াও হতে দেয়নি। তাদের আমি উদ্ধার করে সিকিউরিটি বক্সে রেখে পুলিশকে কল দেই। এরপর পুলিশ এসে তাদের নিয়ে যায়।’

এদিকে নিষিদ্ধ ছাত্রলীগের চট্টগ্রাম মহানগর কমিটির সদস্য ইছমাইল হোসেন বাতেনকে গ্রেফতার করেছে চান্দগাঁও থানা পুলিশ। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগ আছে।

বিজ্ঞাপন

বুধবার (২০ নভেম্বর) রাতে নগরীর চান্দগাঁওয়ের ফরিদারপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়।

চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) আফতাব উদ্দিন সারাবাংলাকে জানান, ‘বাতেনকে নাশকতার মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।’

সারাবাংলা/আইসি/এইচআই

গ্রেফতার চট্টগ্রাম নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ

বিজ্ঞাপন

‘উইকড’ ও ‘রেড ওয়ান’ একই দিনে
২১ নভেম্বর ২০২৪ ১৮:৪৩

আরো

সম্পর্কিত খবর