Friday 20 Jun 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীতে আ.লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের ৮ জন গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ মে ২০২৫ ১৫:১৭ | আপডেট: ১৩ মে ২০২৫ ১৬:৩৫

প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের ৮ জনকে গ্রেফতার করেছে ডিএমপির গোয়েন্দা (ডিবি) পুলিশ।

মঙ্গলবার (১৩ মে) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানিয়েছেন।

গ্রেফতাররা হলেন- রমনা যুব মহিলা লীগ সভাপতি হেলেন আক্তার (৫৫), বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক উপ কমিটির সদস্য সুমগ্ন করিম (৪০), ছাত্রলীগ ঢাকা মহানগর উত্তরের সহ-সভাপতি মাহমুদুল হাসান অঞ্জন (২৭), বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কার্যকরী সদস্য ও চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক ক্রিড়া সম্পাদক মো. সাজ্জাদ(৪১), ১৩ নম্বর ওয়ার্ড আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. বাবুল (৪৪), ডেমরা থানা ছাত্রলীগের সাবেক সভাপতি এবং বাওয়ানী ইউনিট শাখা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক আকাশ (৩০), ঢাকা মহানগর যুবলীগ-উত্তরের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম শাহীন (৪০) ও ঢাকা মহানগর আনন্দ বাজার ইউনিট আওয়ামী লীগের সেক্রেটারি মো. মিন্টু।

বিজ্ঞাপন

তালেবুর রহমান বলেন, ১২ মে ডিবি-তেজগাঁও বিভাগের একটি দল মগবাজার এলাকায় অভিযান চালিয়ে রাত ১০টায় হেলেন আক্তারকে গ্রেফতার করে। একই দিনে সন্ধ্যা ৬টায় ডিবি-উত্তরা বিভাগের একটি টিম রাজধানীর গুলশান-২ থেকে সুমগ্ন করিমকে গ্রেফতার করে। গতকাল সোমবার ডিবি-গুলশান বিভাগের একটি টিম রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে রাত সাড়ে ১১টায় মাহমুদুল হাসান অঞ্জনকে গ্রেফতার করে। এছাড়া ডিবি-রমনা বিভাগের পৃথক টিম বিকেল ৩টায় রাজধানীর তেজগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে মো. সাজ্জাদ এবং বিকেল ৫টায় রাজধানীর দক্ষিণখান থানাধীন কাওলা এলাকা থেকে সাইফুল ইসলাম শাহীনকে গ্রেফতার করে।

তিনি বলেন, সোমবার ডিবি-সাইবার বিভাগের একটি টিম রাজধানীর ডেমরা এলাকা থেকে রাত সাড়ে ১১টায় মোজাম্মেল হক আকাশকে গ্রেফতার করে। একই দিনে রাত আনুমানিক সাড়ে ৯টায় মিরপুর এলাকা থেকে মো. বাবুলকে গ্রেফতার করে ডিবি-ওয়ারী বিভাগের একটি টিম। বাবুলের বিরুদ্ধে হত্যা ও হত্যাচেষ্টার চারটি মামলা রয়েছে। এ ছাড়াও সন্ধ্যা ৬টায় বংশাল এলাকা থেকে মো. মিন্টুকে গ্রেফতার করে ডিবি-লালবাগের একটি টিম।

তিনি জানান, গ্রেফতার সকলের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে। তারা সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা বিনষ্টের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করাসহ রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করার অপচেষ্টায় লিপ্ত ছিল। গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

সারাবাংলা/এমএইচ/এসডব্লিউ

আওয়ামী লীগ গ্রেফতার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর