নেতানিয়াহু-গ্যালান্তে ও হামাসের দেইফের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
২১ নভেম্বর ২০২৪ ২১:৫১
যুদ্ধাপরাধে অভিযুক্ত করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামনস্ত্রী ইয়োভ গ্যালান্তের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। একইসঙ্গে হামাস নেতা মোহাম্মদ দেইফের বিরুদ্ধেও আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।
আল জাজিরার খবরে বলা হয়, ফিলিস্তিনের গাজায় গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বৃহস্পতিবার (২১ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) এই পরোয়ানা জারি করেছেন।
আন্তর্জাতিক অপরাধ আদালতের এক বিবৃতিতে বলা হয়েছে, গত বছরের ৮ অক্টোবর থেকে শুরু করে এ বছরের অন্তত ২০ মে পর্যন্ত মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধের জন্য আদালত বেনিয়ামিন নেতানিয়াহু ও ইয়োভ গ্যালান্তের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল।
বিবৃতিতে আরও বলা হয়, এটি মনে করার ‘যুক্তিসঙ্গত কারণ’ রয়েছে যে গ্যালান্তে ও নেতানিয়াহু ‘ইচ্ছাকৃতভাবে ও জেনেবুঝে খাদ্য, পানি, ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম, জ্বালানি ও বিদ্যুৎসহ বেঁচে থাকার জন্য অপরিহার্য সব উপাদান থেকে গাজার জনগণকে বঞ্চিত করেছেন।’ তাদের বিরুদ্ধে অনেক অভিযোগের এটি অংশমাত্র।
মোহাম্মদ দিয়াব ইব্রাহিম আল-মাসরিও ওরফে মোহাম্মদ দেইফের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির বিবৃতিতে বলা হয়েছে, অন্তত গত বছরের ৭ অক্টোবর থেকে দেইফের বিরুদ্ধে ইসরায়েল ও ফিলিস্তিন ভূখণ্ডে মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধের অভিযোগ রয়েছে। অভিযোগের মধ্যে গত বছরের ৭ অক্টোবরের হামলা ছাড়াও ইসরায়েলি ভূখণ্ডে রকেট নিক্ষেপ রয়েছে, যার কারণে অন্তত এক হাজার ১৩৯ জন নিহত হয়েছেন।
গাজায় মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধের অভিযোগ এনে বিচার নিশ্চিত করতে গত ২০ মে ইসরাইলের পাশাপাশি হামাস নেতাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করতে আইসিসির কাছে আবেদন জানান আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান প্রসিকিউটর করিম খান। এর প্রায় ছয় মাস পর ইসরাইলি দুই নেতা ও হামানের এক নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হলো।
ইসরায়েল-ফিলিস্তিনের মধ্যে দশকের পর দশক ধরে সংঘাত চললেও যুদ্ধ চূড়ান্ত রূপ পায় গত বছরের ৭ অক্টোবর। ওই দিন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস ইসরাইলে হামলা চালায়। এরপর থেকে অবরুদ্ধ গাজা উপত্যকায় ব্যাপক সামরিক আগ্রাসন চালিয়ে আসছে ইসরায়েল। প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে এই হামলার নেতৃত্বে ছিলেন প্রতিরক্ষামন্ত্রী গ্যালান্তে। গত মাসে তাকে নেতানিয়াহু বরখাস্ত করেছেন।
এদিকে গত বছরের ৮ অক্টোবর থেকে চলমান যুদ্ধে গাজা উপত্যকা ধ্বংসস্তূপে রূপ নিয়েছে। সেখানে এখন প্রাণ ফিলিস্তিনের ৪৪ হাজারেরও বেশি বেসামরিক নাগরিকের প্রাণহানির তথ্য নিশ্চিত করেছে আন্তর্জাতিক সংস্থাগুলো। আহতের সংখ্যা লক্ষাধিক। নিখোঁজ রয়েছেন আরও হাজার হাজার মানুষ। বাস্তুচ্যুত হতে হয়েছে লাখো মানুষকে।
সারাবাংলা/টিআর
আইসিসি আন্তর্জাতিক অপরাধ আদালত(আইসিসি) ইয়োভ গ্যালান্তে ইসরায়েল গ্রেফতারি পরোয়ানা বেনিয়ামিন নেতানিয়াহু মোহাম্মদ দেইফ হামাস