Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

র‍্যানকন মটরস ও ক্র্যাক প্লাটুন চার্জিং সল্যুশনের মধ্যে চুক্তি সই

সিনিয়র করেসপন্ডেন্ট
২২ নভেম্বর ২০২৪ ১৯:২৯

ঢাকা: র‍্যানকন মটরস এবং ক্র্যাক প্লাটুন চার্জিং সল্যুশনের মধ্যে একটি চুক্তি হয়েছে। চুক্তির আওতায় মার্সেডিজ-বেঞ্জ-এর ইলেকট্রিক গাড়ির নিরবিচ্ছিন্ন চার্জিং সল্যুশন পাওয়া যাবে।

র‍্যানকন মটরসের চিফ এক্সিকিউটিভ অফিসার রেদওয়ানুল জিয়া এবং ক্র্যাক প্লাটুন চার্জিং সল্যুশনের এমডি তানভির শাহারিয়ার উৎস বৃহস্পতিবার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ চুক্তিতে সই করেন। শুক্রবার (২২ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

চুক্তি অনুযায়ী, ক্র্যাক প্লাটুন চার্জিং সল্যুশন এখন থেকে মার্সেডিজ-বেঞ্জ-এর ইলেকট্রিক গাড়ির চার্জিং সল্যুশন রক্ষণাবেক্ষণের সকল দায়িত্ব পালন করবে। বর্তমানে দুটি প্রতিষ্ঠানের অধীনে দেশজুড়ে ২০টি এসি চার্জার রয়েছে, যার মাধ্যমে যে কোন মডেলের ইলেকট্রিক গাড়ি চার্জ দেওয়ার সুযোগ রয়েছে এবং ২০২৫ সালের জানুয়ারির মধ্যে আরও ১০টি দ্রুত গতির ডিসি চার্জার সংযুক্ত করা হবে।

প্রসঙ্গত: পরিবেশবান্ধব পরিবহন ক্ষেত্রে বৈদ্যুতিক যানবাহনকে ব্যাপকভাবে প্রতিশ্রুতিশীল প্রযুক্তি হিসেবে গণ্য করা হয়। পাশাপাশি কম আমদানি শুল্ক এবং কম জ্বালানি খরচের জন্য গ্রাহকদেরও বৈদ্যুতিক গাড়ির প্রতি আগ্রহ তৈরি করছে।

 

সারাবাংলা/ইএইচটি/আরএস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর