Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নরসিংদীতে জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ নভেম্বর ২০২৪ ২৩:৫০

আইন উদ্দিন

নরসিংদী: নরসিংদীর মনোহরদীতে জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আইন উদ্দিন (৩৮) নামে একজন নিহত হয়েছে। শুক্রবার (২২ নভেম্বর) রাত সাড়ে আটটায় চিকিৎসাধীন অবস্থায় ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। এ ঘটনায় আরও ২ জন আহত হয়েছে।

শুক্রবার বিকেলে মনোহরদী উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের বীরগাঁও গ্রামে এই হামলার ঘটনা ঘটে।

নিহত আইন উদ্দিন উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের বীরগাঁও গ্রামের মৃত ইছাম উদ্দিনের ছেলে। তিনি কৃষি কাজ করতেন। এ ঘটনায় আহতরা হলেন, নিহতের ভাই মাইন উদ্দিন ও তার স্ত্রী সাথী আক্তার।

নিহতের ভাই মাইন উদ্দিন জানায়, ‘প্রায় একমাস যাবৎ তাদের প্রতিবেশী রফিকুলের সঙ্গে বসত ভিটার জমি নিয়ে বিবাদ চলছে। এ ঘটনার জেরে প্রতিপক্ষ রফিকুল তার শ্বশুর বাড়ির লোকদের সঙ্গে নিয়ে দেশীয় অস্ত্রসহ দলবল নিয়ে আমাদের বাড়িতে হামলা করে। এসময় তাদেরকে দেখে আমি ঘরের দরজা লাগিয়ে দেই। এসময় আমার ভাই আইন উদ্দিন বাহির থেকে বাড়িতে আসলে তাকে ঘিরে ধরে মারধর করতে থাকে। আর আমাকে ও স্ত্রীকে ঘরের দরজা ভেঙে বাহিরে এনে মারধর করে। হামলায় আমার ভাই মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হলে তাকে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে আটটায় তিনি মারা যান। আর আমরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিয়ে বাড়িতে চলে এসেছি।’

মনোহরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) জুয়েল হোসেন বলেন, ‘জমি সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এইচআই

জমির বিরোধ নরসিংদী নিহত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর