Tuesday 21 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ধান খেতে মিলল আদিবাসী নারীর হাত বাঁধা মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
২৩ নভেম্বর ২০২৪ ১৩:৫২ | আপডেট: ২৩ নভেম্বর ২০২৪ ১৩:৫৪

দিনাজপুর: জেলায় বিরামপুর বিশনি পাহান (৫৫) নামের এক আদিবাসীর নারীকে হত্যার অভিযোগ উঠেছে।

শনিবার (২৩ নভেম্বর) বেলা সাড়ে এগারোটায় উপজেলার কাটলা ইউনিয়নের ময়না মোড় এলাকার ধান খেত থেকে ওই নারীর হাত বাঁধা মরদেহ উদ্ধার করা হয়।

নিহত বিশনি পাহান উপজেলা কাটলা ইউনিয়নের বেণুপুর গ্রামের সাধন পাহানের মেয়ে। ওই নারী স্বামী পরিত্যক্তা ছিলেন বলে নিশ্চিত করেছেন নিহতের ভাতিজা সচিন পাহান।

নিহতের ভাই চরকা পাহান জানান,’আমার ছোট বোন বিশনি পাহান স্বামীর পরিত্যক্তা। প্রতিরাতেই নেশা পান করতেন। বাবা মারা যাওয়ার পর আমার বাড়িতে থাকতেন। তিনি এলাকায় মানুষের জমিতে কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করতেন।’

‘গতকাল বিকেলে এলাকার এক ব্যক্তির জমিতে ধান কাটার কাজ শেষ করে আর বাড়িতে ফিরে নি। রাতে অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়ার যায়নি। আজ সকালে ধান ক্ষেতে হাত বাঁধা অবস্থায় মরদেহ পাওয়া যায়।’

বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক জানান, ‘এলাকাবাসীর দেওয়া খবরে ময়নাতদন্তের জন্য ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়।তদন্ত করলেই প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে।’

সারাবাংলা/এসডব্লিউ

দিনাজপুর মরদেহ উদ্ধার

বিজ্ঞাপন

বন্ধ হচ্ছে ওএমএস সেবা
২১ জানুয়ারি ২০২৫ ১৪:১৬

আরো

সম্পর্কিত খবর