Tuesday 22 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কম্পিউটার কি-বোর্ডে ‘পাহাড়িয়া’ ভাষা, থাকছে ইন্টারনেটেও

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ নভেম্বর ২০২৪ ১৯:০৮ | আপডেট: ২৩ নভেম্বর ২০২৪ ১৯:১৩

রাজশাহী: মাতৃভাষায় কি-বোর্ড পেলেন ‘পাহাড়িয়া’ জাতিগোষ্ঠী। ফ্রেন্ডস অব এন্ডেঞ্জার্ড এথনিক ল্যাংগুয়েজেস (ফিল) নামের একটি সংগঠন এই কি-বোর্ড ডেভেলপ করেছে। ‘পাহাড়িয়া’ ভাষার এই কি-বোর্ড ব্যবহার করে কম্পিউটারে লেখা যাবে। ইউনিকোড হওয়ায় এটি ব্যবহার করা যাবে ইন্টারনেটেও।

শনিবার (২৩ নভেম্বর) সকালে রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমি মিলনায়তনে ‘নৃগোষ্ঠীর মাতৃভাষা চর্চার প্রতিবন্ধকতা ও উত্তোরণে করণীয়’ শীর্ষক এক মতবিনিময় সভা শেষে এ কী-বোর্ডের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ও একাডেমির নির্বাহী পরিষদের সভাপতি ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর।

বিজ্ঞাপন

কালচারাল একাডেমি ও পাহাড়িয়া পরিষদ যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে জানানো হয়, ‘পাহাড়িয়া’ মাতৃভাষার কীবোর্ডটি বিশ্বের ২৯৫তম কি-বোর্ড হিসেবে স্বীকৃতি পেল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালচারাল একাডেমির উপ-পরিচালক বেনজামিন টুডু। ইন্সট্রাক্টর মানুয়েল সরেনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন একাডেমির নির্বাহী সদস্য আকবারুল হাসান মিল্লাত, মিসেস শেলী প্রিসিল্লা বিশ্বাস, আদিবাসী ভাষা প্রযুক্তিবিদ সমর মাইকেল সরেন, নবাই বটতলা ধর্মপল্লীর সহকারী পাল-পুরোহিত ফাদার আরতুরো স্পেজিয়ালে পিমে, পাহাড়িয়া পরিষদের নির্বাহী পরিচালক অভিলাষ বিশ্বাস ও আদিবাসী ভাষা বিশেষজ্ঞ মৃদুল সাংমা প্রমুখ।

এই কি-বোর্ড তৈরিতে মূখ্য ভূমিকা রাখেন আদিবাসী ভাষা প্রযুক্তিবিদ সমর মাইকেল সরেন। তিনি ইউনেস্কোর ইন্টারন্যাশনাল ডেকেট অব ইনডিজিনাস ল্যাংগুয়েজেস (আইডিআইএল) প্রোগ্রামের বাংলাদেশ প্রতিনিধি হিসেবে কর্মরত।

বিজ্ঞাপন

তিনি জানান, পাহাড়িয়া কি-বোর্ড এখন থেকে যে কোন কম্পিউটারে ব্যবহার করা যাবে। পাশাপাশি এটি ইউনিকোড বলে ইন্টারনেটেও ব্যবহার করা যাবে। এটি বিনামূল্যে সবার জন্য উন্মুক্ত।

সারাবাংলা/এসআর

কম্পিউটার কি-বোর্ডে পাহাড়িয়া ভাষা রাজশাহী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর