২০ মিনিটও টিকল না শ্রেয়াসের রেকর্ড, এক লাফে ২৭ কোটি পান্ট
২৪ নভেম্বর ২০২৪ ১৭:৫৩
আইপিএলের মেগা নিলামে রিশাভ পান্টের নাম ওঠার ২০ মিনিট আগে রীতিমতো কাড়াকাড়ি পড়ে যায় শ্রেয়াস আইয়ারকে নিয়ে। দিল্লি ক্যাপিটালস আর পাঞ্জাব কিংসের বিডিং যুদ্ধে ভারতের এই ডানহাতি ব্যাটারের দাম ওঠে ২৬ কোটি ৭৫ লাখ। শ্রেয়াস হয়ে যান আইপিএলের ইতিহাসের সবচেয়ে দামি ক্রিকেটার। কিন্তু ২০ মিনিটও টিকল না সেই রেকর্ড। শ্রেয়াসকে সরিয়ে আইপিএল ইতিহাসের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া ক্রিকেটার এখন রিশাভ পান্ট। ২৭ কোটি রুপিতে তাকে দলে নিয়েছে লখনৌ সুপার জায়ান্টস।
মার্কি সেটের শেষ ক্রিকেটার হিসেবে নিলামে তোলা হয় রিশাভকে। দুই কোটি রুপি ভিত্তি মূল্যের পান্টকে পেতে শুরু থেকেই মরিয়া ছিল লখনৌ, প্রথম বিডটাও তারাই করে। সাথে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু যুক্ত হওয়ায় বেড়ে যায় উত্তেজনা। দুই দলের বিডিংয়ে চকিতেই দাম ছাড়িয়ে যায় সাড়ে দশ কোটি। অবশ্য এরপর নিজেদের বাজেটের কথা চিন্তা করে সরে যায় কোহলির দল।
বেঙ্গালুরুর বিদায়ের পর সানরাইজার্স হায়দরাবাদ এসে যোগ দেয় পান্টকে পাওয়ার নিলাম যুদ্ধে। লখনৌর সাথে পাল্লা দিয়ে সমানে হাঁকাতে থাকে দাম। ২০ কোটি ৫০ লাখ পর্যন্ত নিলামে ছিল ফ্র্যাঞ্চাইজিটি। শেষ পর্যন্ত লখনৌর বিড করা ২০ কোটি ৭৫ লাখের আর জবাব দেয়নি।
নিলামের টেবিলে তখন একাই ছিল লখনৌ। তবে পান্টের সাবেক দল দিল্লি তখন সুযোগ পায় আরটিএম কার্ড ব্যবহারের। আরটিএম দিয়ে লখনৌর করা সর্বোচ্চ বিড ম্যাচ করতে চায় দিল্লি। তবে সবাইকে অবাক করে দিয়ে পান্টের জন্য একবারে ২৭ কোটি রুপি বিড করে লখনৌ। সেই বিডের পর আর দিল্লি বাড়ায়নি নিলামের ধৈর্ঘ্য। ইতিহাস সর্বোচ্চ ২৭ কোটি রুপিতে পান্টকে পেয়ে যায় লখনৌ।
আইপিএল ইতিহাসের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ক্রিকেটার
রিশাভ পান্ট- লখনৌ সুপার জায়ান্টস (২৭ কোটি রুপি, ২০২৫)
শ্রেয়াস আইয়ার- পাঞ্জাব কিংস (২৬.৭৫ কোটি রুপি, ২০২৫)
মিচেল স্টার্ক- কলকাতা নাইট রাইডার্স (২৪.৭৫ কোটি রুপি, ২০২৪)
প্যাট কামিন্স- সানরাইজার্স হায়দরাবাদ (২০.৫০ কোটি রুপি, ২০২৪)
স্যাম কারান- পাঞ্জাব কিংস (১৮.৫০ কোটি রুপি, ২০২৩)
ক্যামেরুন গ্রিন- মুম্বাই ইন্ডিয়ান্স (১৭.৫০ কোটি রুপি, ২০২৩)
বেন স্টোকস- চেন্নাই সুপার কিংস (১৬.২৫ কোটি রুপি, ২০২৩)
ক্রিস মরিস- রাজস্থান রয়্যালস (১৬.২৫ কোটি রুপি, ২০২১)
সারাবাংলা/জেটি