খুলনা: খুলনায় বাসের চাপায় সিরাজুল ইসলাম (১৬) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
রোববার (২৪ নভেম্বর) বিকেলে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা নুরনগর ফায়ার সার্ভিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সিরাজুল ইসলাম নগরীর হরিণটানা থানার মীরের ঘাট এলাকার আব্দুল ওহাবের ছেলে।
স্থানীয়রা জানায়, বিকেলে নুরনগর ফায়ার সার্ভিসের সামনে বাসের চাপায় মোটরসাইকেল পেছনে বসা আরোহী সিরাজুল পৃষ্ট হয়। তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।