Monday 25 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভিনিসিয়াসের সাথে পজিশন বদল নিয়ে যা বললেন এমবাপে

স্পোর্টস ডেস্ক
২৫ নভেম্বর ২০২৪ ১৭:০০

ফুটবলে তার সব সাফল্যই এসেছে বাঁ প্রান্তে খেলে। রিয়াল মাদ্রিদের এসে অবশ্য নিজের পছন্দের পজিশনে খেলতে পারছিলেন না কিলিয়ান এমবাপে। লেগানেসের বিপক্ষে ভিনিসিয়াসের সাথে জায়গা অদল বদল করে চিরচেনা সেই বাঁ প্রান্তেই খেলানো হয়েছিল এমবাপেকে। সেই পজিশনে খেলেই আলো ছড়িয়েছেন এই ফরাসি তারকা, পেয়েছেন গোলও। ম্যাচ শেষে এমবাপে বলছেন, পছন্দের পজিশন নয়, দলের জয়ই তার মূল লক্ষ্য।

রিয়ালে আসার পর নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি এমবাপে। ইনজুরি ও ফর্মহীনতায় বেশ ভুগেছেন তিনি। সবশেষ ৪ ম্যাচে গোলের দেখা না পাওয়া এমবাপে অবশ্য দারুণভাবেই ঘুরে দাঁড়িয়েছেন লেগানেসের বিপক্ষে ম্যাচে। দারুণ এক গোল করে দলের ৩-০ গোলের জয়ে ভূমিকা রেখেছেন।

বিজ্ঞাপন

প্রিয় পজিশনে ফিরেই গোল করে এমবাপে বলছেন, পজিশন নিয়ে কখনোই বেশি মাথা ঘামান না তিনি, ‘সাম্প্রতিক সময়ের অন্য ম্যাচের চেয়ে এই ম্যাচে আমি ভিন্ন পজিশনে খেলেছি। রিয়ালে আসার পর শুরুতেই আমি বলেছি যে পজিশন নিয়ে আমার আপত্তি নেই। আমি সব পজিশনেই খেলতে পারি। আমি শুধু দলকে সাহায্য করতে চাই। আমার ক্যারিয়ারে এটাই আমি করে এসেছি। ডান, বাম সব পজিশনেই খেলতে অভ্যস্ত আমি। আমি ভালো খেলে গোল করে দলকে জেতাতে চাই।’

লা লিগায় এবারের মৌসুমের শুরু থেকেই বার্সেলোনার সাথে পয়েন্টের ব্যবধানটা বেশ বেশি ছিল রিয়ালের। তবে লেগানেসের বিপক্ষে জয়ে এক ম্যাচ কম খেলে বার্সার থেকে ৪ পয়েন্ট দূরে আছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। এমবাপে বলছেন, পয়েন্টের ব্যবধান কমায় খুশি পুরো দল, ‘বার্সার সাথে পয়েন্টের ব্যবধান কমাতেই আমরা লেগানেসে এসেছিলাম। জয়ের লক্ষ্যটা পূরণ হয়েছে। এটায় দলের সবাই খুশি।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এফএম

কিলিয়ান এমবাপে ভিনিসিয়াস জুনিয়র রিয়াল মাদ্রিদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর