Monday 25 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাধা না দিলে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ আগেই শুরু হতো: মার্কেল

আন্তর্জাতিক ডেস্ক
২৫ নভেম্বর ২০২৪ ২১:৫৪

অ্যাঞ্জেলা মার্কেল বিবিসিতে সাক্ষাৎকার দেন। ছবি: সংগৃহীত

ইউক্রেনকে ন্যাটোতে যোগ দিতে বাধা না দিলে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ আরও আগেই শুরু হয়ে যেত বলে জানিয়েছেন জার্মানির সাবেক চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল। তিনি বলেন, আমি যদি ২০০৮ সালে কিয়েভের ন্যাটোতে প্রবেশে বাধা না দিতাম তাহলে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ আগেই হয়ে যেত।

সাবেক চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল ১৬ বছর ধরে জার্মানির নেতৃত্ব দিয়েছেন। তিনি আর্থিক সংকট, ২০১৫ অভিবাসী সংকট ও ২০১৪ সালে ইউক্রেনে রাশিয়ার আক্রমণের সময় কর্মরত ছিলেন।

বিজ্ঞাপন

সোমবার (২৫ নভেম্বর) বিবিসিকে মার্কেল বলেন, ‘আমি বিশ্বাস করি, ইউক্রেনের যুদ্ধ আরও আগে শুরু হয়ে যেত এবং সম্ভবত আরও খারাপ অবস্থা হতো। এটা আমার কাছে সম্পূর্ণ পরিষ্কার ছিল যে প্রেসিডেন্ট পুতিন শুধু দাঁড়িয়ে ইউক্রেনকে ন্যাটোতে যোগ দিতে দেখতেন না। তখন ইউক্রেন অবশ্যই ২০২২ সালের ফেব্রুয়ারির মতো প্রস্তুত ছিল না।’

তিন বছর আগে রাজনীতি থেকে সরে যাওয়ার পর বিসিসির সাক্ষাৎরে ভ্লাদিমির পুতিনের পারমাণবিক অস্ত্র ব্যবহারের নতুন করে হুমকির বিষয়ে উদ্বেগ জানান মার্কেল। বলেন, ‘আমাদের অবশ্যই পারমাণবিক অস্ত্রের ব্যবহার রোধে সম্ভাব্য সবকিছু করতে হবে।’

তার মেয়াদে রাশিয়ার সঙ্গে সম্পর্কের কথা তুলে ধরে মার্কেল বলেন, রাশিয়ার সঙ্গে গ্যাস চুক্তি করেছিলেন যেন জার্মান সংস্থাগুলোকে সহায়তা করা যায় এবং মস্কোর সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক বজায় রাখা সম্ভব হয়।

চীনকেও ধন্যবাদ জানিয়েছেন মার্কেল। তিনি বলেন, ‘চীন এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে, এটা অবশ্যই ভালো দিক। আমাদের ভয় পাওয়া উচিত নয়। তবে আমাদের অবশ্যই স্বীকার করতে হবে, রাশিয়া সবচেয়ে বড় বা মার্কিন যুক্তরাষ্ট্রের পাশাপাশি বিশ্বের দুটি বৃহত্তম পারমাণবিক শক্তির মধ্যে একটি।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এইচআই

অ্যাঞ্জেলা মার্কেল রাশিয়া-ইউক্রেইন যুদ্ধ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর