Tuesday 26 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ট্রাম্পের বিরুদ্ধে মামলা খারিজ মার্কিন আদালতের

আন্তর্জাতিক ডেস্ক
২৬ নভেম্বর ২০২৪ ০৯:৩৬

ডোনাল্ড ট্রাম্প

২০২০ সালে প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল বদলে দেওয়ার চেষ্টার অভিযোগে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে করা একটি মামলা খারিজ করেছেন মার্কিন আদালত।

সোমবার (২৫ নভেম্বর) মামলাটি খারিজ করেন যুক্তরাষ্ট্রের বিচারপতি তানিয়া চুটকান।

মামলাটি খারিজ করতে আদালতের প্রতি আগেই আহ্বান জানিয়েছিলেন মার্কিন সরকারের বিশেষ কৌঁসুলি জ্যাক স্মিথ। প্রেসিডেন্ট হিসেবে প্রথম মেয়াদ শেষে নিজের কাছে সরকারি গোপন নথি রাখার অভিযোগে ট্রাম্পের বিরুদ্ধে করা আরেকটি মামলা খারিজের আবেদন করেন তিনি।

ট্রাম্পের বিরুদ্ধে মামলা দুটি লড়েছেন জ্যাক স্মিথ। দুই মামলাতেই নিজেকে নির্দোষ দাবি করে আসছিলেন ট্রাম্প।
সোমবার আদালতের আবেদনে স্মিথ জানান, নির্বাচনে জয়ের পর ট্রাম্প প্রেসিডেন্ট পদে বসলে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের নিয়ম অনুযায়ী, তার বিরুদ্ধে করা মামলা খারিজ করতে হবে।

এর আগে প্রেসিডেন্ট হিসেবে প্রথম মেয়াদ শেষের পর বেশ কয়েকটি মামলা হয়েছিল ট্রাম্পের বিরুদ্ধে। এর মধ্যে সাবেক এক পর্ন তারকাকে ঘুষ দেওয়া সংক্রান্ত মামলায় দোষী সাব্যস্ত হন ট্রাম্প। তা সত্ত্বেও নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প দাবিন, তার বিরুদ্ধে এসব মামলা করা হয়েছে রাজনৈতিক কারণে।

ট্রাম্পের ভাইস প্রেসিডেন্ট হতে চলা জেডি ভ্যান্সও তার সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছিলেন, ‘এই মামলাগুলো সব রাজনৈতিক। ট্রাম্প যদি নির্বাচনে পরাজিত হতেন, তাহলে তাকে জীবনের বাকি সময়টা কারাগারে কাটাতে হতো।’

উল্লেখ্য, ৫ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে জয় পান ডোনাল্ড ট্রাম্প। আগামী ২০ জানুয়ারি তিনি দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে বসতে যাচ্ছেন। সে হিসেবে পরবর্তী চার বছর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি।

বিজ্ঞাপন

নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের পরে তার বিরুদ্ধে করা নির্বাচনের ফলাফল বদলানোর চেষ্টা মামলার বিচার আবার শুরু করা যাবে বলে জানিয়েছেন বিচারপতি তানিয়া চুটকান।

সারাবাংলা/এসডব্লিউ

ডোনাল্ড ট্রাম্প মামলা খারিজ মার্কিন আদালত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর