পাকিস্তানে ইমরান খান মুক্তির দাবিতে বিক্ষোভ, নিহত পুলিশ
২৬ নভেম্বর ২০২৪ ১০:২৬
পাকিস্তানে পিটিআই নেতা ইমরান খানের মুক্তির দাবিতে বিক্ষোভ করছেন দেশবাসী। ইসলামাবাদ থেকে রাওয়ালপিন্ডি পর্যন্ত রাস্তায় নেমেছেন হাজার হাজার সমর্থক। বিক্ষোভকারী ও পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষে একজন পুলিশ নিহত হয়েছেন।
সোমবার (২৫ নভেম্বর) রাজধানী ইসালামাবাদের দিকে এগোতে থাকা নেতাকর্মীরা পুলিশের বাধার মুখে পড়লে তাদের সঙ্গে পিটিআইয়ের কর্মী সমর্থকদের ব্যাপক সংঘর্ষ হয়। পরে পিটিআইয়ের পাঁচ এমপিসহ কয়েক হাজার নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।
পাকিস্তানের গণমাধ্যম জানিয়েছে, পুলিশের বাধা উপেক্ষা করে সোমবার রাজধানী ইসলামাবাদের উপকণ্ঠে পৌঁছে যায় পিটিআই নেতা-কর্মীদের গাড়িবহর। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে দফায় দফায় তাদের সংঘর্ষ হয়। যাতে এক পুলিশ সদস্য নিহত হন।
এদিকে, পুরো দেশের সঙ্গে ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডির যোগাযোগ বিচ্ছিন্ন করা হয়েছে ।
এর আগে, পিটিআই এর এই কর্মসূচিকে বেআইনি ঘোষণা করে আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দেন ইসলামাবাদ হাইকোর্ট।
নিরাপত্তা কর্মী নিহতের ঘটনায় নিন্দা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ দিয়ে বলেন, ‘শান্তিপূর্ণ প্রতিবাদের নামে পুলিশ সদস্যদের ওপর হামলা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।’
তবে পিটিআইর নেতাকর্মীদের ইসলামাবাদ অভিমুখী পদযাত্রায় সংঘর্ষের ঘটনায় নিরাপত্তা বাহিনীকেই দায়ী করছে ইমরান খানের দল।
সরকারের সঙ্গে কোনো আলোচনা চলছে কি না, এমন প্রশ্নের জবাবে পিটিআই চেয়ারম্যান গহর আলী খান বলেন, ‘এ নিয়ে সর্বশেষ অগ্রগতি দ্রুতই জানানো হবে। আলোচনা চলছে।’
এর আগে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে ইমরান খানের সঙ্গে প্রায় দেড় ঘণ্টা বৈঠক করেন গহর খান। তিনি বলেন, ‘পিটিআইয়ের প্রতিষ্ঠাতা এই বিক্ষোভকে চূড়ান্ত ডাক বলে অভিহিত করেছেন। তবে বিক্ষোভ স্থগিত করার গুজবে কান না দেওয়ার আহ্বান জানান পিটিআই চেয়ারম্যান।
এদিকে,ইমরান খানের মুক্তির দাবিতে চলমান বিক্ষোভের জেরে দুদিন ধরে উত্তেজনা বিরাজ করছে পাকিস্তানে। বিক্ষোভকারীদের আটকে দেওয়ার উদ্দেশে ইসলামাবাদের আশপাশের সব মহাসড়কে ব্যারিকেড দেওয়া হয়েছে।
অন্যদিকে ইমরান খান, তার স্ত্রী বুশরাসহ পিটিআই নেতাদের বিরুদ্ধে ফয়সালাবাদের নিশাতাবাদ থানায় দুটি মামলা করা হয়েছে। এছাড়া সৌদি আরবের সমালোচনা করে বক্তব্য দেওয়ায় গুজরানওয়ালার বিভিন্ন থানায় বুশরার বিরুদ্ধে আরও তিনটি মামলা হয়েছে।
সারাবাংলা/এসডব্লিউ