Tuesday 26 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রিমান্ড শেষে কারাগারে সাবেক এমপি জ্যাকব

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ নভেম্বর ২০২৪ ১৫:৩৪

ঢাকা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর রূপনগর এলাকায় শামীম হাওলাদার নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় ভোলা-৪ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল জ্যাকবকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৬ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মো. জুনাইদ এ আদেশ দেন।

এর আগে, আজ তিন দিনের রিমান্ড শেষে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত ১ অক্টোবর ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের সাবেক সংসদ সদস্য আবদুল্লাহ আল জ্যাকবকে রাজধানীর গুলশান থেকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ।

ওই দিন হত্যাচেষ্টা মামলায় তাকে সাতদিনের রিমান্ড দেন আদালত। এরপর গত ২০ নভেম্বর রূপনগর থানার এ মামলায় তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ২০ জুলাই রাজধানীর রূপনগর থানার প্রবেশিকা মোড় এলাকায় গুলিবিদ্ধ হন শামীম হাওলাদার। তাকে উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শামীম মারা যান।

এ ঘটনায় শামীমের চাচাতো ভাই সম্রাট হাওলাদার রুপনগর থানায় হত্যা মামলা করেন। এ মামলায় জ্যাকবকে ১২২ নম্বর আসামি করা হয়েছে।

সারাবাংলা/কেআইএফ/ইআ

আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব কারাগারে রিমান্ড শেষে কারাগারে সাবেক এমপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর