Tuesday 26 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিক্ষার্থীদের হামলায় ন্যাশনাল মেডিকেলে ১০ কোটি টাকার ক্ষতি

জবি করেসপন্ডেন্ট
২৬ নভেম্বর ২০২৪ ১৫:৪৭

ন্যাশনাল মেডিকেল কলেজে সংবাদ সম্মেলন। ছবি: সারাবাংলা

জবি: ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. ইফফাত আরা বলেছেন, মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগে হাসপাতালে আক্রমণ করে ধ্বংষযজ্ঞ চালানো হয়েছে। এ ধ্বংষযজ্ঞে আমাদের প্রায় ১০ কোটি টাকার ক্ষতি হয়েছে। শিক্ষার্থী অভিজিতের মৃত্যুতে চিকিৎসা গাফিলতির কোনো প্রমাণ তদন্তে পাওয়া যায়নি। যারা হাসপাতালে ভাঙচুর চালিয়েছে তাদের গ্রেফতার ও শাস্তির দাবি করছি।

মঙ্গলবার (২৬ নভেম্বর) ন্যাশনাল মেডিকেল কলেজে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

ন্যাশনাল মেডিকেল কলেজের প্রিন্সিপাল ডা. শামসুর রহমান বলেন, ‘অভিজিতের মৃত্যুকে কেন্দ্র করে ন্যাশনাল মেডিকেল কলেজে আক্রমণ ন্যাক্কারজনক। বিশ্বমানের হওয়ার কারণে বিদেশি শিক্ষার্থীরা এখানে পড়ালেখা করে। এ ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনে দেশের মর্যাদা ক্ষুন্ন হয়েছে।’

অভিজিতের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে গত ২৪ নভেম্বর হাসপাতালে ব্যাপক ভাঙচুর চালিয়েছেন একদল শিক্ষার্থী। এতে হাসপাতালের স্বাভাবিক চিকিৎসা কার্যক্রমে স্থবিরতা দেখা দেয়। রোগীদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সারাবাংলা/এইচআই

১০ কোটি টাকার ক্ষতি ন্যাশনাল মেডিকেল কলেজ শিক্ষার্থীদের হামলা