সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের ব্যবসার অনেক সুযোগ রয়েছে : সৌদি রাষ্ট্রদূত
২৬ নভেম্বর ২০২৪ ১৬:০৯
ঢাকা : সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের ব্যবসার অনেক সুযোগ রয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত এসা ইউসুফ এসা আলদুহাইলান।
কমনওয়েলথ অব ইন্ডিপেন্ডেন্ট স্টেটস-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (সিআইএস-বিসিসিআই)-এর নেতাদের সঙ্গে সোমবার (২৫ নভেম্বর) এক সাক্ষাতে তিনি এমন মন্তব্য করেন।
মঙ্গলবার সিআইএস-বিসিসিআই-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাক্ষাতে দু’দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় এবং সৌদি আরব ও বাংলাদেশের মধ্যে বিশেষ করে বেসরকারি খাতে দ্বি-পাক্ষিক বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর উপায় নিয়ে আলোচনা হয়।
সাক্ষাতকালে সৌদি আরব ও বাংলাদেশের দ্বিপাক্ষিক ব্যবসা-বাণিজ্য এগিয়ে নেওয়ার সুযোগ প্রশস্ত করার ওপর গুরুত্বারোপ করে সৌদি রাষ্ট্রদূত বলেন, সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের অটোমোবাইল, জুট/টেক্সটাইল, ফার্মাসিউটিক্যালস, চিকিৎসা সরঞ্জাম, হস্তশিল্প, তাঁত, মুসলিম সিল্ক, চামড়া ইত্যাদি খাতে অনেক ব্যবসার সুযোগ রয়েছে।
তিনি আরও বলেন, সৌদি আরবের চিকিৎসা ব্যবস্থা অত্যন্ত প্রযুক্তিগত। বাংলাদেশিদের চিকিৎসার পাশাপাশি ওমরাহ পালনের সুবিধার ওপর জোর দেন তিনি।
সিআইএস-বিসিসিআই সভাপতি মোহাম্মদ আলী দীন বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে বাণিজ্য ও
অর্থনৈতিক সহযোগিতা প্রসারে বেসরকারি খাতের সিআইএস-বিসিসিআই চেম্বারের কার্যক্রম তুলে
ধরে রফতানি বাজার বহুমুখীকরণে বাংলাদেশের জন্য সৌদি আরবের বাজারের সম্ভাবনার
ওপর জোর দেন।
তিনি বলেন, সংস্কৃতি, খেলাধুলা ও পর্যটনে সহযোগিতা জোরদার করা হলে দীর্ঘমেয়াদী অর্থনৈতিক অংশীদারিত্ব সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে করতে পারে।
সাক্ষাতকালে সিআইএস-বিসিসিআই সভাপতি মোহাম্মদ আলী দীনসহ অন্যান্য পরিচালকদের মধ্যে মোঃ হাসেন আলী, মোঃ ফারুকউল ইসলাম শোভা, খান মোঃ ইকবাল, মোঃ রাজীব পারভেজ, উপদেষ্টা মাহবুব ইসলাম রুনু, সদস্য মোঃ ধুসর আহমেদ ও মাওলানা এয়াকুব শরাফতি প্রমুখ উপস্থিত ছিলেন।