Tuesday 26 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উসকানিতে পা না দিতে ছাত্রদের প্রতি আহ্বান উপদেষ্টা আসিফের

সিনিয়র করেসপন্ডেন্ট
২৬ নভেম্বর ২০২৪ ১৯:৩৮

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ফাইল ছবি

ঢাকা: চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে আন্দোলনকারীদের হামলায় সাইফুল ইসলাম আলিফ নামে এক আইনজীবী নিহত হওয়ার ঘটনায় ছাত্র-জনতাকে কোনো ধরনের উসকানিতে সাড়া না দেওয়ার আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

মঙ্গলবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এ আহ্বান জানান তিনি।

আসিফ মাহমুদ বলেন, রাষ্ট্রদ্রোহ ও সন্ত্রাসের বিরুদ্ধে সরকারই যথাযথ ব্যবস্থা নেবে। সবাইকে ধৈর্য ধারণ করার এবং কোনো ধরনের উসকানিতে সাড়া না দেওয়ার আহ্বান রইল।

আরও পড়ুন- চট্টগ্রামে সংঘর্ষের মধ্যে পড়ে আইনজীবী নিহত

এর আগে চট্টগ্রামে সনাতন ধর্মাবলম্বী সংগঠক ও বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে কারাগারে পাঠানোকে কেন্দ্র করে সংঘর্ষের মধ্যে পড়ে একজন শিক্ষানবীশ আইনজীবী নিহত হন।

চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানার লালদিঘীর পাড় এলাকায় আদালতের মূল প্রবেশপথের বিপরীত সড়কের এ সংঘর্ষে আরও কয়েকজন আহত হয়েছেন।

সারাবাংলা/ইউজে/টিআর

আসিফ মাহমুদ উপদেষ্টা আসিফ মাহমুদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর