Monday 10 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যবসা সম্মেলন অনুষ্ঠিত

সাারাবাংলা ডেস্ক
২৬ নভেম্বর ২০২৪ ২১:১৫

ব্যাংক এশিয়া সম্মেলন।

ব্যাংক এশিয়া পিএলসি ‘অন্তভুক্তির অথনীতিতে এজেন্ট ব্যাংকিং’ প্রতিপাদ্য নিয়ে গত ২৩ নভেম্বর টাঙ্গাইলের বুরো ইনস্টিটিউট অব ইনোভেশন এন্ড ডেভেলপমেন্ট’-এ ‘এজেন্ট ব্যবসা সম্মেলন -২০২৪’ আয়োজন করে।

ব্যাংকের বোর্ড রিক্স ম্যানেজমেন্ট কমিটি ও অডিট কমিটির চেয়ারম্যান অধ্যাপক এম. এ. বাকী খলীলী কনফারেন্সের প্রধান অতিথি এবং ব্যবস্থাপনা পরিচালক জনাব সোহেল আর. কে. হোসেন বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক-ক্যামেলকো ও চ্যানেল ব্যাংকিং প্রধান জনাব জিয়াউল হাসান সভায় সভাপতিত্ব করেন।

বিজ্ঞাপন

মানিকগঞ্জ, টাঙ্গাইল, গাজীপুর, সিরাজগঞ্জ, জামালপুর, ময়মনসিংহ, শেরপুর ও নেত্রকোনা অঞ্চলের ব্যাংকের এজেন্ট এবং শাখা প্রধানসহ প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় অংশগ্রহণ করেন।

উপস্থিত এজেন্ট এবং ব্যাংক কর্মকতারা চলতি বছরে ব্যবসায়িক অর্জনের পাশাপাশি পরিপালনের নানাদিক এবং ভবিষ্যত ব্যবসা উন্নয়ন কৌশল নিয়ে মুক্ত আলোচনা করেন। অনুষ্ঠানে এজেন্ট ব্যাংকিং ব্যবসায় সর্বোচ্চ কৃতিত্বপূর্ণ এজেন্টদের অনুষ্ঠানে পুরষ্কৃত করা হয়। [সংবাদ বিজ্ঞপ্তি]

সারাবাংলা/এইচআই

ব্যাংক এশিয়া

বিজ্ঞাপন

মেলার ১০ম দিনে নতুন বই এসেছে ৮৪টি
১১ ফেব্রুয়ারি ২০২৫ ০০:০০

আরো

সম্পর্কিত খবর