Wednesday 27 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষে সংঘর্ষ, আহত ১০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ নভেম্বর ২০২৪ ১০:২২

গাজীপুর: মহানগরীর টঙ্গীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৬ নভেম্বর) রাত দশটার দিকে টঙ্গী পূর্ব থানাধীন এরশাদনগর চানকির টেক এলাকায় এ ঘটনা ঘটে।

এই ঘটনায় হৃদয় (২৯) নামে একজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরেও শারীরিক অবস্থার অবনতি হলে জরুরী বিভাগের চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে পাঠায়।

হৃদয় টঙ্গী পূর্ব থানাধীন এরশাদনগর এলাকার এক নং ব্লকের হানিফ মিয়ার ছেলে। হৃদয় পেশায় একজন গাড়ি চালক।

ঘটনার পর গাজীপুর মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ বিভাগের উদ্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। সংঘর্ষের ঘটনায় অন্যান্য আহতদের বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তবে তাৎক্ষণিকভাবে অন্যান্য আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয়রা জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে টঙ্গীর এরশাদনগর এলাকার আনোয়ার গ্রুপ ও কামরুল ইসলাম ওরফে কামু গ্রুপের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। মঙ্গলবার রাতে এই দুইপক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এরই জেরে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে কয়েক দফা সংঘর্ষে জড়িয়ে পড়েন।

এ সময় আনোয়ার গ্রুপের সমর্থকরা কামরুল ইসলাম কামু গ্রুপের সমর্থক হৃদয়কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেন।

টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) কায়সার আহমেদ বলেন, ‘দুই পক্ষের সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন। পরিস্থিতি এখন স্বাভাবিক আছে।’

বিজ্ঞাপন

 

 

 

সারাবাংলা/এসডব্লিউ

গাজীপুর টঙ্গী টঙ্গী-জয়দেবপুর দ্বিতীয় রেললাইন সংঘর্ষ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর