মেসি-রোনালদোকে ছুঁয়ে লেভানডস্কির নতুন ইতিহাস
২৭ নভেম্বর ২০২৪ ১১:৩৫
চ্যাম্পিয়নস লিগে ১০০ গোলের মাইলফলক ছোঁয়ার কীর্তিটা এতদিন ছিল শুধু দুজনের। লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর এই অনন্য রেকর্ডের ভাগীদার হলেন আরেক ফুটবলার। ব্রেস্টের বিপক্ষে গত রাতের ম্যাচে জোড়া গোল করে বার্সেলোনা ফরোয়ার্ড রবার্ট লেভানডস্কিও ছুঁয়েছেন এই টুর্নামেন্টে শততম গোলের মাইলফলক। মেসি-রোনালদোর পর তৃতীয় ফুটবলার হিসেবে চ্যাম্পিয়নস লিগে ১০০ গোলের নতুন রেকর্ড গড়লেন লেভানডস্কি।
চ্যাম্পিয়নস লিগে ৯৯ গোল নিয়ে ব্রেস্টের বিপক্ষে মাঠে নেমেছিএন লেভানডস্কি। ম্যাচের ১০ মিনিটের মাঝেই পেনাল্টি থেকে গোল করে ১০০তম গোল পূর্ণ করেন বার্সা ফরোয়ার্ড। ম্যাচের অন্তিম মুহূর্তে আরেকটি গোল করে ১০১তম গোলের দেখা পেয়েছেন তিনি। চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে ১০০তম গোল করা তৃতীয় ফুটবলার হয়ে নতুন রেকর্ডও গড়লেন তিনি।
এই টুর্নামেন্টের ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে শততম গোল করার ইতিহাস গড়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। রোনালদোর পর দ্বিতীয় ফুটবলার হিসেবে চ্যাম্পিয়নস লিগে ১০০ গোলের মাইলফলক ছুঁয়েছিলেন মেসি। এই দুজনই এখন চ্যাম্পিয়নস লিগ থেকে দূরে রয়েছেন সৌদি ও যুক্তরাষ্ট্রে খেলার সুবাদে।
চ্যাম্পিয়নস লিগে এখন পর্যন্ত সর্বোচ্চ গোলের রেকর্ডধারী রোনালদো। ১৮৩ ম্যাচে সিআর সেভেনের গোল ১৪০টি। ১৬৩ ম্যাচে মেসির গোল ১২৯টি। লেভানডস্কি নিজের শততম গোল ছুঁয়েছেন ১২৫তম ম্যাচে এসে।
মেসি-রোনালদোকে ছুঁয়ে উচ্ছ্বসিত লেভানডস্কি, ‘চ্যাম্পিয়নস লিগে ১০১ গোল করা দারুণ একটি ব্যাপার। আমি খুবই আনন্দিত এই মাইলফলক ছুঁয়ে। আমরা লা লিগার সাম্প্রতিক সময়ে ভালো খেলছি না। আমাদের ধৈর্য রাখতে হবে। দলের হয়ে আরও গোল করে যেতে চাই।’
এই মৌসুমে সব টুর্নামেন্ট মিলিয়ে বার্সার হয়ে ১৯ ম্যাচে ২২ গোল করেছেন ৩৬ বছর বয়সী লেভানডস্কি। চ্যাম্পিয়নস লিগে ৫ ম্যাচে ৭ গোল করে লেভানডস্কিই এখন পর্যন্ত সর্বোচ্চ গোলদাতা।
সারাবাংলা/এফএম
১০০তম গোল চ্যাম্পিয়নস লিগ বার্সেলোনা মেসি রোনালদো লেভানডস্কি