Wednesday 27 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাহমুদুর রহমানের ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ নভেম্বর ২০২৪ ১৬:১১

কুষ্টিয়া প্রেস ক্লাবের সামনে সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন। ছবি: সারাবাংলা।

কুষ্টিয়া: কুষ্টিয়া আদালত পাড়ায় আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমানকে হত্যার উদ্দেশ্যে হামলাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন করা হয়েছে।

বুধবার (২৭ নভেম্বর) দুপুরে কুষ্টিয়া প্রেস ক্লাবের সামনে সাংবাদিক ইউনিয়ন মানববন্ধন করে।

কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চুর সভাপতিত্বে ও অ্যাডভোকেট শামিমুল হাসান অপুর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন প্রেস ক্লাবের সভাপতি আল মামুন সাগর, সাংবাদিক এম লিটন-উজ-জামান, সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি লুৎফর রহমান কুমার, যুগ্ম সম্পাদক আব্দুল জিহাদ, সাংগঠনিক সম্পাদক নুরুন্নবী বাবু, দপ্তর সম্পাদক মাহফুজুর রহমানসহ প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা।

মানববন্ধনে বক্তারা বলেন, আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমানের দায়ের করা মামলায় বিভিন্ন আসামি প্রকাশ্যে থাকলেও তাদের তাদের গ্রেফতার না করায় পুলিশের বিরুদ্ধে নানা প্রশ্ন উঠেছে। দ্রুত আসামিদের গ্রেফতার করতে করতে হবে। না হলে পুলিশের বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।ি

আরও পড়ুন : মাহমুদুর রহমানের ওপর হামলা: হাসিনাসহ ৪৭ জনের বিরুদ্ধে মামলা

প্রসঙ্গত, কুষ্টিয়া আদালত চত্বরে সাংবাদিক মাহমুদুর রহমানের ওপর হামলার ছয় বছর পর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে ৪৭ জনের নাম উল্লেখ করে হত্যা চেষ্টার মামলা দায়ের করা হয়। গত ১০ অক্টোবর মাহমুদুর রহমান কুষ্টিয়া মডেল থানায় মামলাটি দায়ের করেন। ২০১৮ সালের ২২ জুলাই মাহমুদুর রহমান কুষ্টিয়া আদালতে একটি মামলায় জামিন নিয়ে আদালত ত্যাগ করার সময় ছাত্রলীগ, যুবলীগ এবং স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা তার ওপর হামলা চালিয়ে রক্তাক্ত জখম করে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসআর

কুষ্টিয়া মানববন্ধন মাহমুদুর রহমান সাংবা‌দিক ইউনিয়‌ন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর