Wednesday 27 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারত থেকে চাল আমদানিতে অনীহা ব্যবসায়ীদের

লোকাল করেসপন্ডেন্ট
২৭ নভেম্বর ২০২৪ ২৩:১২

বেনাপোল স্থলবন্দর

বেনাপোল: যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ৮ দিনে ভারত থেকে ৯৩০ মেট্রিক টন চাল আমদানি করা হয়েছে। বর্তমানে দেশীয় বাজারে চালের পাইকারি ও খুচরা মূল্য কম। ফলে আমদানি মূল্য বেশি পড়ায় চাল আমদানিতে অনীহা দেখা যাচ্ছে ব্যবসায়ীদের মধ্যে।

আমদানিকারকরা জানান, চালের বাজার স্থিতিশীল রাখতে সরকার ভারত থেকে মোটা চাল আমদানির উদ্যোগ নিয়েছে। বাণিজ্য মন্ত্রণালয় থেকে বিভিন্ন আমদানিকারক প্রতিষ্ঠানকে বিনাশুল্কে সেদ্ধ ও আতপ চাল আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। আগামী ১০ ডিসেম্বরের মধ্যে এসব চাল আমদানি করতে হবে। কিন্তু দেশীয় বাজারে পাইকারি দামের তুলনায় ভারতের বাজার থেকে আমদানি করা চালের দাম বেশি পড়ছে। এতে লোকসানের মুখে পড়ার শঙ্কায় চাল আমদানিতে আগ্রহ হারাচ্ছেন আমদানিকারকরা।

বিজ্ঞাপন

বেনাপোল স্থলবন্দর ও কাস্টমস হাউজ সূত্রে জানা গেছে, ১৮ থেকে ২৬ নভেম্বর রাত ৮টা পর্যন্ত সময়ের মধ্যে ৩০টি ট্রাকে ভারত থেকে মোট ৯৩০ মেট্রিক টন চাল আমদানি করা হয়েছে। এর মধ্যে মঙ্গলবার (২৬ নভেম্বর) সর্বশেষ আমদানি হয়েছে ১০৫ মেট্রিক টন স্বর্ণা (মোটা) চাল। শুল্কায়ন শেষে বুধবার (২৭ নভেম্বর) রাতে এসব চাল বন্দর থেকে ছেড়ে গেছে।

যশোরের শার্শা উপজেলার চাল আমদানিকারক প্রতিষ্ঠান অর্ক ট্রেডিং দুই হাজার মেট্রিক টন আতপ ও তিন হাজার মেট্রিক টন সেদ্ধ মোটা চাল আমদানির অনুমোদন পেয়েছে। এর মধ্যে ১০০ মেট্রিক টন সেদ্ধ স্বর্ণা চাল ইতোমধ্যে এই প্রতিষ্ঠান আমদানি করেছে; যার প্রতি কেজি আমদানি মূল্য পড়েছে ৫১ টাকা। অন্যান্য খরচ দেড় থেকে দুই টাকা। অর্থাৎ ৫৩ টাকা প্রতি কেজির দাম পড়েছে। অথচ দেশীয় বাজারে এই স্বর্ণা চাল ৫০ টাকা কেজি পাইকারিতে বেচাকেনা হচ্ছে

বিজ্ঞাপন

যশোরের শার্শার স্থানীয় চালের আড়তে খোঁজ নিয়ে জানা গেছে, আজ বুধবার সেদ্ধ স্বর্ণা মোটা চাল ৫০ টাকা পাইকারি দামে আড়তে বেচাকেনা হচ্ছে বলে জানা গেছে ।

নাভারণ বাজারের সবচেয়ে বড় চালের আড়ত চৌধুরী রাইস মিলের স্বত্বাধিকারী রাশেদ চৌধুরী বলেন, ‘বুধবার হাইব্রিড মোটা চাল ৪৯ টাকা ও স্বর্ণা মোটা চাল ৫১ টাকা কেজি পাইকারিতে বিক্রি হয়েছে। নতুন ধানের চাল বাজারে আসতে শুরু করেছে। এখন থেকে চালের দাম কমতে থাকবে। যদিও এবার অতিবৃষ্টির কারণে চালের উৎপাদন কমেছে। সেই কারণে চাল আমদানির প্রভাবও বাজারে থাকবে।’

বেনাপোল চেকপোস্ট উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপসহকারী কর্মকর্তা শ্যামল কুমার নাথ জানান, ‘বেনাপোল বন্দর দিয়ে ৮ দিনে ৩০ ট্রাকে ৯৩০ মেট্রিক টন চাল আমদানি হয়েছে। আরও চালের চালান বন্দরে প্রবেশের অপেক্ষায় রয়েছে।’ আমদানি এভাবে অব্যাহত থাকলে বাজারে চালের দাম কমে আসবে বলে জানান তিনি।

সারাবাংলা/এইচআই

চাল আমদানি বেনাপোল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর