‘বর্তমান সরকার ব্যর্থ হলে চারদিকে অন্ধকার নেমে আসবে’
২৮ নভেম্বর ২০২৪ ১৩:০৪
ঢাকা: দেশের বর্তমান পরিস্থিতি ও গত ৫ আগস্টের বিজয়কে ধরে রাখতে এই মুহূর্তে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন গণফোরামের সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা মোহসীন মন্টু। অন্যথায় বর্তমান সরকার ব্যর্থ হলে চারিদিকে অন্ধকার নেমে আসবে। দেশবাসীকে আতংকের মধ্যে থাকতে হবে বলে মন্তব্য করেন তিনি।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় গণফোরামের সমন্বয় কমিটির কো-চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম আলতাফ হোসেন, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, অ্যাডভোকেট জগলুল হায়দার আফ্রিক, কমিটির সদস্য সচিব ডা. মিজানুর রহমানসহ অনান্যরা উপস্থিত ছিলেন।
মোস্তফা মোহসীন মন্টু বলেন, বর্তমান সরকারের দেশ পরিচালনার অভিজ্ঞতা নেই। দেশে অনেক সমস্য রয়েছে। সঠিকভাবে কোনো কাজের সিন্ধান্ত দিতে পারছে না। তারপরও এই সরকার জনগণের সরকার। এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না।
তিনি বলেন, দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে যে ছাত্র জনতা আন্দোলন করেছে। জীবন দিয়েছে। আজ সেই ছাত্র জনতা বিভক্ত। আমরা ছাত্রদেরও বিভক্তি চাই না। আমরা চাই ছাত্ররা দেশ গড়ার জন্য ঐকবদ্ধ হবে। কারণ ছাত্ররাই দেশ ও জাতিকে দিক নির্দেশনা দেবে।
সংবাদ সম্মেলনে গণফোরাম সমন্বায়ক কমিটির কো-চেয়ারম্যান অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেন, বিশ্বনন্দিত ব্যক্তি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি দেশ পরিচালনার নেতৃত্ব দিচ্ছেন। কিন্তু দুঃখ হয় তিনি দেশ পরিচালনা সঠিকভাবে করতে পারছেন না। জনগণ বলছে দেশে এনজিও সরকার।
তিনি বলেন, এই সরকার দায়িত্ব নিয়েই সংবিধান ছুড়ে ফেলতে চায়। দেশ সংস্কার করার জন্য কমিশন গঠন করেছে তাদেরও কাজ দ্রুত গতিতে চলছে না। কারণ এনজিও ব্যক্তিদের নিয়ে দেশ পরিচালনা করা যায় না। দেশ পরিচালনা করতে রাজনৈতিক ব্যক্তিদের নিয়ে সরকার গঠন করতে হয়। আর সে জন্য জনগণের প্রতিনিধি ঠিক করতে নির্বাচনের দরকার। সে জন্য বলছি দ্রুত নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করুন। চারিদিকে কিন্তু অস্থিরতা এবং অন্ধকার নেমে আসতে শুরু করেছে।
সারাবাংলা/এএইচএইচ/ইআ