Saturday 05 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২৫১ যাত্রী নিয়ে ফিলিপাইনে ডুবল ফেরি


২১ ডিসেম্বর ২০১৭ ১৫:০৭ | আপডেট: ২১ ডিসেম্বর ২০১৭ ১৬:০৫

সারাবাংলা ডেস্ক

বৈরী আবহাওয়ার কারণে ফিলিপাইনের রাজধানী ম্যানিলার কাছে একটি দ্বীপে স্থানীয় সময় দুপুরে ২৫১ যাত্রী নিয়ে ফেরি ডুবে যায়। কোস্টগার্ড জানিয়েছে, বৃহস্পতিবারের এই ঘটনায় অন্তত ৪ জন নিহত হয়েছেন এবং ১৪০ জনকে উদ্ধার করা হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, স্থানীয় কিছু বাসিন্দাদের সহায়তায় ওই যাত্রী উদ্ধার করা হয়েছে।

সরকারের দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, যাত্রী উদ্ধারে নৌকা এবং হেলিকপ্টার পাঠানো হয়েছে।

সারাবাংলা/ এমএইচটি

ফিলিপাইন ফেরি ডুবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর