নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১
২৮ নভেম্বর ২০২৪ ১৭:১৫
নরসিংদী: নরসিংদীতে পৃথক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) নরসিংদী সদর উপজেলার বিলাসদী ও রায়পুরা উপজেলার দড়িহাইরমারা এবং শিবপুর উপজেলার কারারচর এলাকায় দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদী ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মিজানুর রহমান।
নিহতরা হলেন— নরসিংদী সদর উপজেলার বিলাসদী এলাকার জয়নাল উদ্দিনের ছেলে আইন উদ্দিন (৬০), রায়পুরা উপজেলার সোহেল মিয়ার ছেলে সাব্বির হোসেন (২০)। শিবপুর উপজেলা কারারচর এলাকার নজরুল ইসলামের ছেলে রফিকুল ইসলাম (৫০) গুরুতর আহত হয়েছেন এবং তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ট্রাক্টরের চালক আনোয়ার হোসেন বলেন, ‘নরসিংদী রায়পুরা উপজেলার দড়িহাইরমারায় এলাকায় কৃষি জমিতে ট্রাক্টর দিয়ে চাষ করার সময় সাব্বির পিছন থেকে উঠার সময় চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হয়। পরে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যায়।’
অপর দিকে দুপুর ১২ টায় নরসিংদী সদর উপজেলার বিলাসদী এলাকার আল্লাহ চত্ত্বরে ব্যাটারি চালিত অটোরিকশার চাপায় আহত হয় জয়নাল উদ্দিন হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
পৃথক আরেকটি ঘটনায় শিবপুর উপজেলার কারারাচর এলাকার মদিনা জুট মিলের সামনে ঢাকা-সিলেট মহাসড়কে সিলেটগামী কাভার্ডভ্যান বিপরীত দিক থেকে মোটরসাইকেল আরোহী রফিকুল ইসলামকে দুপুর ১ টার দিকে ধাক্কা দিলে আহত হয়। পরে, ঘটনাস্থল থেকে উদ্ধার করে জেলার ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় পাঠানোর কথা বলেন।
সারাবাংলা/এইচআই