ট্রাম্পের মন্ত্রিসভার মনোনীতদের বিরুদ্ধে হামলার হুমকি
২৮ নভেম্বর ২০২৪ ১৭:২৮
ডোনাল্ড ট্রাম্পের মন্ত্রিসভা ও হোয়াইট হাউস দলের জন্য মনোনীত কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে।
এফবিআই জানিয়েছে, তারা বিভিন্ন বোমা হামলার হুমকি এবং সোয়াটিং ঘটনার বিষয়ে অবগত। সোয়াটিং হলো এমন একটি কৌশল যেখানে ভুয়া ফোন কলের মাধ্যমে পুলিশকে টার্গেট করা ব্যক্তির বাড়িতে পাঠানো হয়।
হুমকির শিকার হওয়া ব্যক্তিদের মধ্যে প্রতিরক্ষা, গৃহায়ণ, কৃষি ও শ্রম মন্ত্রণালয়ের জন্য মনোনীত কর্মকর্তারা এবং জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে মনোনীত ব্যক্তি রয়েছেন। মঙ্গলবার (২৬ নভেম্বর) রাত ও বুধবার (২৭ নভেম্বর) এই ঘটনা ঘটে এবং পুলিশ তা তদন্ত করছে।
ট্রাম্পের ট্রানজিশন দলের মুখপাত্র ক্যারোলাইন লেভিট বলেন, ‘এই মনোনীত ব্যক্তিদের এবং তাদের পরিবারের সদস্যদের জীবনকে লক্ষ্য করে সহিংস হুমকি দেওয়া হয়েছে।’
নিউইয়র্কের রিপাবলিকান ও জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে মনোনীত এলিস স্টেফানিক প্রথম জানান যে, তার পারিবারিক বাড়িতে বোমা হুমকি দেওয়া হয়েছে।
প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে মনোনীত পিট হেগসেথও নিশ্চিত করেছেন যে, তাকেও লক্ষ্যবস্তু করা হয়েছে। হেগসেথ বলেন, ‘আমাকে ভয় দেখানো যাবে না। প্রেসিডেন্ট ট্রাম্প আমাকে সেবা করার জন্য ডেকেছেন, এবং আমি সেটাই করব।’
আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, ট্রাম্প নিজে এখনও এই ভুয়া ফোন কলের শিকার হননি, যদিও সম্প্রতি তার বিরুদ্ধে প্রকৃত হুমকি দেওয়া হয়েছে।
আরিজোনার কর্মকর্তারা এই সপ্তাহে একজন ব্যক্তিকে গ্রেপ্তার করেছেন, যিনি প্রতিদিনের ভিডিও পোস্টে ট্রাম্প এবং তার পরিবারের সদস্যদের হত্যার হুমকি দিচ্ছিলেন।
বুধবার (২৬ নভেম্বর) প্রেসিডেন্ট জো বাইডেনকে এই ঘটনার বিষয়ে ব্রিফ করা হয়েছে। হোয়াইট হাউস এক বিবৃতিতে জানিয়েছে, ‘ফেডারেল আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে প্রেসিডেন্ট-নির্বাচিতের দল যোগাযোগ রাখছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।’
ইউএস ক্যাপিটল পুলিশ জানিয়েছে, তারা সোয়াটিং সংক্রান্ত বিষয়গুলোতে ফেডারেল সংস্থাগুলোর সঙ্গে কাজ করছে। তবে তারা এ বিষয়ে আরও তথ্য দিতে অস্বীকৃতি জানিয়েছে, যাতে এসকল ঘটনার ঝুঁকি কমানো যায়।
ফ্লোরিডার রিপাবলিকান ম্যাট গেটজ, যিনি সম্প্রতি অ্যাটর্নি জেনারেল পদে মনোনয়ন প্রত্যাহার করেছেন, তাকেও লক্ষ্যবস্তু করা হয়েছে।
নিউইয়র্ক পুলিশের বরাত দিয়ে সিবিএস নিউজ জানিয়েছে, বাণিজ্য সচিব পদে মনোনীত হাওয়ার্ড লুটনিকের বাড়িতেও হুমকি দেওয়া হয়েছে।
এই হুমকিগুলো সাম্প্রতিক সময়ের অন্যান্য ভুয়া হামলার কৌশলের মতো, যা উচ্চপর্যায়ের রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবহৃত হচ্ছে। গত বছর ক্রিসমাসে রিপাবলিকানসহ কিছু ডেমোক্র্যাটও সোয়াটিংয়ের শিকার হন।
সারাবাংলা/এনজে