Thursday 10 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উগান্ডায় ভূমিধসে নিহত ৩০

আন্তর্জাতিক ডেস্ক
২৮ নভেম্বর ২০২৪ ২০:৩২ | আপডেট: ২৮ নভেম্বর ২০২৪ ২২:১০

ভারী বর্ষণের ফলে ভূমিধসের সৃষ্টি হয়।

উগান্ডার পূর্বাঞ্চলে ভূমিধসের ঘটনায় ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটেছে। ভারী বর্ষণের ফলে ভূমিধসে কমপক্ষে ৩০ জন নিহত হয়েছে। প্রাকৃতিক এই বিপর্যয়ে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) স্থানীয় এক কর্মকর্তার বরাত দিয়ে খবরটি নিশ্চিত করেছে এএফপি।

উগান্ডা রেড ক্রস সোসাইটি জানায়, আগের রাতে বুলামবুলি পার্বত্য জেলার ছয়টি গ্রামে ভূমিধসে ৪০টি বাড়ি সম্পূর্ণভাবে চাপা পরেছে। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে তবে মৃতের সংখ্যা বাড়তে পারে।

বুলামবুলি জেলার কমিশনার ফাহিরা মালানি বার্তা সংস্থা এএফপিকে বলেন, মুসুগু গ্রামে ভূমিধসের ঘটনায় আমরা ৩০ জনকে হারিয়েছি। তিনি জানিয়েছেন, এখন পর্যন্ত এক শিশুসহ ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সাম্প্রতিক সময়ে ভারী বৃষ্টিপাতের ফলে নীল নদের একটি উপনদী উপচে উত্তর-পশ্চিমে বন্যা দেখা দিয়েছে।

উগান্ডার প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, প্রায় ২০টির মতো বাড়ি-ঘর ভেসে গেছে। সামাজিক মাধ্যমে এক বিবৃতিতে, প্রাকৃতিক দুর্যোগের সতর্কতা জারি করা হয়েছে। ওই বিবৃতিতে বলা হয়েছে, বুধবার দেশের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টির কারণে বেশ কিছু এলাকায় দুর্যোগ পরিস্থিতি তৈরি হয়েছে।

সারাবাংলা/এইচআই

উগান্ডা ভারী বর্ষণ ভূমিধস

বিজ্ঞাপন

এসএসসি পরীক্ষা শুরু
১০ এপ্রিল ২০২৫ ১১:০৩

আরো

সম্পর্কিত খবর