Sunday 08 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুর্ঘটনার কবলে রিয়ালের টিম বাস

স্পোর্টস ডেস্ক
২৯ নভেম্বর ২০২৪ ১১:১৬

রিয়াল মাদ্রিদ দলের বাস

মাঠে ও মাঠের বাইরে রিয়াল মাদ্রিদের সময়টা একেবারেই ভালো যাচ্ছে না। সবশেষ লিভারপুলের মাঠে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে ২-০ গোলের হারের পর বাড়ি ফেরার পথে দুর্ঘটনার শিকার হয়েছে রিয়াল মাদ্রিদের টিম বাসও!

অ্যানফিল্ডে ম্যাচ শেষে বাড়ি ফিরছিল রিয়াল মাদ্রিদের টিম বাস। স্পেনে ফেরার পথে ইংল্যান্ডের মিয়াল্যান্ড এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে হঠাৎ একটি লরির পেছনে ধাক্কা লাগে বাসের। সেই ধাক্কায় ভেঙে যায় রিয়াল টিম বাসের হেডলাইটও।

বিজ্ঞাপন

রিয়াল মাদ্রিদের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্ঘটনার সময়ে এই বাসে রিয়াল দলের কেউই ছিলেন না। রিয়াল ফুটবলার ও কোচ বাসের পরিবর্তে বিমানে করেই স্পেনে ফিরেছেন। টিম বাসের ভেতরে যে দুজন বাসচালক ছিলেন তারাই সামান্য আহত হয়েছেন। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা শেষ করেই দেশে পৌঁছে দেওয়া হয়েছে।

সাধারণত রিয়াল মাদ্রিদের মতো বড় ক্লাবগুলো বিজ্ঞাপনের জন্য নিজেদের বাসেই চলাফেরা করেন। তবে চ্যাম্পিয়নস লিগের অ্যাওয়ে ম্যাচের সময় এই বাসগুলো শুধু এয়ারপোর্ট থেকে হোটেল ও হোটেল থেকে মাঠে আসা যাওয়ার কাজেই ব্যবহার করা হয়।

সারাবাংলা/এফএম

দুর্ঘটনা রিয়াল মাদ্রিদ বাস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর