একাদশের ১১জন বোলিং করে টি-২০তে নতুন ইতিহাস
২৯ নভেম্বর ২০২৪ ১৭:৩৬ | আপডেট: ২৯ নভেম্বর ২০২৪ ১৭:৩৮
এই ফরম্যাটে ওভারই আছে মাত্র ২০টি। সেখানে একাদশের সবাই যদি বল করেন, তাহলে ব্যাপারটা কেমন হয়? অদ্ভুতুড়ে এই ঘটনা ঘটেছে ভারতের ঘরোয়া লিগে। মণিপুরের বিপক্ষে ম্যাচে দিল্লির ১১ জনই বোলিং করে গড়েছেন নতুন রেকর্ড। টি-২০ ক্রিকেটে এই প্রথম একাদশের সবাই বোলিং করেছেন!
সৈয়দ মুশতাক আলী ট্রফির ম্যাচে মুখোমুখি হয়েছিল দিল্লি ও মণিপুর। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টসে হেরে বোলিংয়ে নেমেছিল দিল্লি। মণিপুরকে ১২০ রানের মাঝেই আটকে রেখেছে দিল্লি। নিজেদের বোলিং ইনিংসে বল হাতে দেখা গেছে দলের ১১ জন ক্রিকেটারকেই!
হারশ ত্যাগী, দিভেস ও মায়াংক রাওয়াত করেছেন ৩টি করে ওভার। আয়ুস সিং, অখিল চৌধুরী, আয়ুস বাধোনি করেছেন ২টি করে ওভার। এক ওভার করেছেন উইকেটকিপারসহ একাদশের বাকি ৫ জন। আর এতেই হয় নতুন রেকর্ড। আন্তর্জাতিক কিংবা ঘরোয়া পর্যায়, টি-২০ ক্রিকেটে এই প্রথম কোনো দলের ১১ জনই বোলিং করেছেন। ১২১ রানের টার্গেট দিল্লি ছুঁয়েছে ৯ উইকেট হাতে রেখেই।
টেস্টে এক ইনিংসে একাদশের সবার বোলিং করার ঘটনা মোট ৪ বার। সবশেষ এটি হয়েছিল ২০০৫ সালে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অ্যান্টিগা টেস্টে দক্ষিণ আফ্রিকার সবাই বোলিং করেছিলেন। ১৮৮৪ সালে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড টেস্ট, ১৯৮০ সালের অস্ট্রেলিয়া-পাকিস্তান টেস্টে দেখা গিয়েছিল একই ঘটনা। ২০০২ সালে শ্রীলংকার বিপক্ষে ভারতের এগারো জন বোলিং করে ইতিহাস গড়েছিলেন।
ওয়ানডেতে এখনো এক ইনিংসে কোনো দলের ১১ জন বোলার করার রেকর্ড নেই।
সারাবাংলা/এফএম