Sunday 08 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চিন্ময়কে আদালতে নিতে বাধা, গ্রেফতার ২

স্পেশাল করসপন্ডেন্ট
২৯ নভেম্বর ২০২৪ ১৭:৫১ | আপডেট: ২৯ নভেম্বর ২০২৪ ১৭:৫৪

দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো: সনাতন ধর্মাবলম্বী সংগঠক চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে আদালতে নেওয়ার সময় পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২৯ নভেম্বর) সকালে নগরীর বাকলিয়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার দুজন হলেন— বাবলা ধর (৪২) ও সজল শীল (৪০)। এদের মধ্যে বাবলা বাঁশখালী এবং সজল পটিয়া উপজেলার বাসিন্দা।

বাকলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন সারাবাংলাকে বলেন, ‘গ্রেফতারকৃত দুজন বাকলিয়ায় কালামিয়া বাজার এলাকায় বসবাস করেন। গত ২৬ নভেম্বর চিন্ময় দাসকে আদালতে নেওয়ার সময় তারা পুলিশের গাড়ির সামনে শুয়ে এবং নানাভাবে পুলিশের কাজে বাধা সৃষ্টি করে। ছবি দেখে তাদের শনাক্ত করে গ্রেফতার করা হয়েছে।’

ওই ঘটনায় কোতোয়ালি থানায় দায়ের হওয়া মামলায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে ওসি জানিয়েছেন।

সারাবাংলা/আরডি/এইচআই

আইনজীবী হত্যা চট্টগ্রাম চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর