Sunday 08 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কলকাতায় বাংলাদেশের পতাকায় আগুন, সরকারের কড়া প্রতিবাদ

স্পেশাল করেসপন্ডেন্ট
২৯ নভেম্বর ২০২৪ ২০:২০

ঢাকা: কলকাতায় বাংলাদেশের উপহাইকমিশনের বাইরে ‘বঙ্গীয় হিন্দু জাগরণ’ নামে হিন্দু ধর্মাবলম্বীদের এক সহিংস বিক্ষোভ সমাবেশ থেকে বাংলাদেশের পতাকা ও প্রধান উপদেষ্টার কুশপুতুলে আগুন দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

এক বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় এ ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। পাশাপাশি কলকাতার উপহাইকমিশনসহ ভারতে বাংলাদেশের কূটনৈতিক মিশনগুলোতে নিরাপত্তা নিশ্চিত করার জন্যও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার (২৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য তুলে ধরা হয়েছে। বিজ্ঞপ্তিতে ভারতে কূটনীতিক ও অ-কূটনৈতিক বাংলাদেশি কর্মীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বানও জানিয়েছে বাংলাদেশ সরকার।

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় বাংলাদেশের উপহাইকমিশনের সামনে হিন্দু ধর্মাবলম্বীদের সংগঠন ‘বঙ্গীয় হিন্দু জাগরণ’ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিক্ষোভ সমাবেশ আয়োজন করেছিল। বাংলাদেশে সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেফতার ও তার জামিন নামঞ্জুরের প্রতিবাদে আয়োজিত ওই বিক্ষোভ সমাবেশ থেকে একপর্যায়ে বাংলাদেশের পতাকায় আগুন দেওয়া হয়। পাশাপাশি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কুশপুতুলে আগুনও দেন বিক্ষোভকারীরা।

এ ঘটনার প্রতিবাদ জানিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, গত বিকেলে কলকাতায় বাংলাদেশের উপহাইকমিশনে বাইরে হিন্দু ধর্মাবলম্বীদের সংগঠন বঙ্গীয় হিন্দু জাগরণ আয়োজিত সহিংস বিক্ষোভ সমাবেশের ঘটনায় বাংলাদেশ গভীরভাবে উদ্বিগ্ন। বিক্ষোভকারীদের মিছিল ও সমাবেশ একপর্যায়ে সহিংস হয়ে ওঠে। বিক্ষোভকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙে উপহাইকমিশনের সীমানা প্রাচীরের কাছে পৌঁছে যায়।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিক্ষোভকারীরা বাংলাদেশের জাতীয় পতাকায় আগুন ধরিয়ে দেয় এবং বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার কুশপুতুল পুড়িয়ে দেয়। এই মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে মনে হলেও উপহাইকমিশনে কর্মরতরা নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন।

এ ঘটনায় নিন্দা জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা ও প্রধান উপদেষ্টার কুশপুতুল পোড়ানোর মতো সম্পূর্ণ অগ্রহণযোগ্য ঘটনায় বাংলাদেশ সরকার তীব্র নিন্দা জানাচ্ছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধ করতে বাংলাদেশ সরকার ভারত সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আহ্বান জানিয়েছে।

বাংলাদেশ সরকার যেকোনো ধরনের সহিংস কর্মকান্ডের নিন্দা জানায় উল্লেখ করে পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, কলকাতায় বাংলাদেশের উপহাইকমিশন ও ভারতে বাংলাদেশের অন্যান্য কূটনৈতিক মিশনগুলোর পাশাপাশি কূটনীতিক ও অ-কূটনৈতিক কর্মীদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার জন্য ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ সরকার।

সারাবাংলা/টিআর

কলকাতা উপহাইকমিশন কুশপুতুল দাহ পতাকায় আগুন পররাষ্ট্র মন্ত্রণালয় বঙ্গীয় হিন্দু জাগরণ বাংলাদেশের প্রতিবাদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর