Sunday 08 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ইসকনের ব্যানারে লীগের গুন্ডারা সাইফুলকে খুন করেছে’

স্টাফ করেসপন্ডেন্ট
২৯ নভেম্বর ২০২৪ ২০:২১ | আপডেট: ২৯ নভেম্বর ২০২৪ ২১:৩৫

রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার লক্ষ্যে গণসংলাপের আয়োজন করে গণসংহতি আন্দোলন।

চট্টগ্রাম ব্যুরো: ইসকনের ব্যানারে আওয়ামী লীগের নেতাকর্মী ও তাদের গুন্ডারা আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে খুন করেছে বলে অভিযোগ করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।

শুক্রবার (২৯ নভেম্বর) বিকেলে নগরীর সিআরবির শিরীষতলায় এক গণসংলাপ অনুষ্ঠানে তিনি এ অভিযোগ করেন। রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার লক্ষ্যে গণসংলাপের আয়োজন করে গণসংহতি আন্দোলন, চট্টগ্রাম জেলা।

বিজ্ঞাপন

জোনায়েদ সাকি বলেন, ‘চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলামকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ইসকনের ব্যানারে আওয়ামী লীগের গুন্ডারা ও ইসকনের লোকজন তাকে হত্যা করেছে। ইসকনের ব্যানারে করা হয়েছে যাতে হিন্দু সম্প্রদায়ের ওপর দায় চাপে এবং মুসলিমরা ক্ষেপে হামলা করে। যাতে এর ছবি তারা আমেরিকায় পাঠিয়ে দিতে পারে।’

তিনি বলেন, ‘আমরা দেখলাম রয়টার্সের মতো সংবাদমাধ্যমে সংবাদ ছাপা হয়েছে যে চিন্ময় দাসের উকিলকে হত্যা করা হয়েছে। এ হচ্ছে তাদের পরিকল্পনা। বাংলাদেশের ভাবমূর্তিকে পশ্চিমা দেশের কাছে এমনভাবে হাজির করার চেষ্টা করা হচ্ছে যে, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ও অন্যান্য জাতিগোষ্ঠী নিরাপদ নয়।’

যারা হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা করবে তারা ফ্যাসিস্টদের দোসর উল্লেখ করে জোনায়েদ সাকি বলেন, ‘আপনারা তাদের ষড়যন্ত্র রুখে দিয়েছেন। চট্টগ্রামে কোনো হামলা হতে দেননি। এ যে হামলা হচ্ছে না, তার ফলে আওয়ামী গুন্ডাবাহিনী নিজেরাই এখন হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা করছে। আজ একটি হামলার চেষ্টা করেছে বলে শুনেছি। তাই সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলতে হবে। যারা হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা করবে তারা ফ্যাসিস্টদের দোসর, দেশি-বিদেশি এজেন্ট। তারা বাংলাদেশের অভ্যুত্থানকে, এ সরকারকে ধ্বংস করতে চায়।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘অন্তর্বর্তী সরকার এখনও জনগণের প্রত্যাশা অনুযায়ী সবকিছু ঠিক করতে হয়ত পারেনি। আমরা তার জন্য তাদের সমালোচনা করেছি। কিন্তু তারপরও এই অন্তর্বর্তী সরকার তাদের দায়িত্ব যথাসম্ভব জনগণের স্বার্থ অনুযায়ী পরিচালনা করছে। আমরা তাদের সহযোগিতা, সমালোচনা করব। নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য গণতান্ত্রিক সংবিধান, রাষ্ট্রের সংস্কার, আইনের সংস্কার আর গণতান্ত্রিক নির্বাচন দরকার। আসুন আমরা সে নির্বাচনে ঐক্যবদ্ধ হই, গণতান্ত্রিক শক্তি গড়ে তুলি।’

গণসংহতি আন্দোলন, চট্টগ্রাম জেলার সমন্বয়কারী হাসান মারুফ রুমীর সভাপতিত্বে ও নাসিরউদ্দিন তালুকদারের সঞ্চালনায় এসময় আরও বক্তব্য রাখেন ফেনী জেলা গণসংহতির সমন্বয়ক কায়কোবাদ, চট্টগ্রাম জেলার যুগ্ম সমন্বয়কারী মো. হারুন, মিরসরাইয়ের আহবায়ক শাম্মাসুদ্দীন মোহাম্মদ, সন্দ্বীপের সাংগঠনিক সচিব নাজিম উদ্দীন আরিফ, শিক্ষক প্রতিনিধি রিদোয়ান ফরহাদ, ছাত্রনেতা শওকত ওসমান তৌকির, ওবায়দুল্লাহ, কলি কায়েয, গার্মেন্ট শ্রমিক সংহতির নেতা রয়েন মারমা ও মো. সোহাগ।

সারাবাংলা/আইসি/এইচআই

আইনজীবী সাইফুল ইসলাম আলিফ আওয়ামী লীগ ইনকন জোনায়েদ সাকি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর