Sunday 08 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বিজেপি বাংলাদেশের সম্প্রতি নষ্ট করতে চায়’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ নভেম্বর ২০২৪ ২১:৪২ | আপডেট: ২৯ নভেম্বর ২০২৪ ২১:৪৬

পাইকগাছা উপজেলার পৌরসভা চত্বরে বিএনপি আয়োজিত সম্প্রীতি সমাবেশ।

খুলনা: বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সাংবাদিক ও কবি আব্দুল হাই শিকদার বলেছেন, ভারতের রাজনৈতিক সংগঠন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) বাংলাদেশে সম্প্রতি নষ্ট করতে চায়। সম্মিলিতভাবে তাদের রুখে দিতে হবে।

শুক্রবার (২৯ নভেম্বর) বিকেলে খুলনার পাইকগাছা উপজেলার পৌরসভা চত্বরে বিএনপি আয়োজিত সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার আলোকে সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে এ সম্প্রীতি সমাবেশ আয়োজন করে পাইকগাছা উপজেলা ও পৌর বিএনপি।

তিনি বলেন, ‘তারা জানে না বাংলাদেশ সব ধর্মের মানুষের সম্প্রীতের এক অনন্য উদাহরণ। এ দেশে একই সময় মসজিদে আজান হয়, মন্দিরে উলু ধ্বনি বাজে। কোনো অবস্থায় সম্প্রতি নষ্ট যাতে না হয় সেজন্য সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে। মনে রাখতে হবে আওয়ামী লীগের দোসররা ঘাপটি মেরে বসে আছে। যে কোনো সময় তারা ছোবল দেওয়ার চেষ্টা করছে ‘

পাইকগাছা উপজেলা বিএনপির সভাপতি ডা. আব্দুল মজিদের সভাপতিত্বে আয়োজিত এ সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাংবাদিক খুরশিদ আলম ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক সাংবাদিক আমিরুল ইসলাম কাগুজী।

সারাবাংলা/এইচআই

আব্দুল হাই শিকদার বিএনপি বিজেপি ভারত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর