Sunday 08 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১ কলার দাম ৭২ কোটি টাকা, খেয়ে ফেললেন নিমেষেই!

আন্তর্জাতিক ডেস্ক
২৯ নভেম্বর ২০২৪ ২৩:২৭ | আপডেট: ২৯ নভেম্বর ২০২৪ ২৩:৫৭

চীনা বংশোদ্ভূত ক্রিপ্টোকারেন্সি ব্যবসায়ী জাস্টিন মুন ।

চীনা বংশোদ্ভূত ক্রিপ্টোকারেন্সি ব্যবসায়ী জাস্টিন সান ৭২ কোটির বেশি টাকা দিয়ে কেনা কলা খেয়ে ফেলেছেন। গত সপ্তাহে ধূসর রঙের স্কচটেপ লাগানো একটি কলার শিল্পকর্ম ৬ দশমিক ২ মিলিয়ন ডলারে কিনেছিলেন তিনি। ওই সময় তিনি জানান কলাটি তিনি খেয়ে ফেলবেন। নিজের দেওয়া সেই কথা রেখে ৭২ কোটি টাকায় কেনা সেই কলাটি খেয়ে ফেলেছেন।

শুক্রবার (২৯ নভেম্বর) বিবিসির প্রতিবেদনে বলা হয়, তিনি হংকংয়ে সংবাদ সম্মেলন ডেকে সাংবাদিকদের সামনে কলাটি খেয়েছেন।

বিজ্ঞাপন

নিউইয়র্ক টাইমস এর বরাত বিবিসির প্রতিবেদনে বলা হয়, একটি তাজা কলা গত সপ্তাহের নিলামের দিনে মাত্র ৩৫ সেন্ট বা ৪২ টাকায় কেনা হয়েছিল। এরপর দেওয়ালে স্কচটেপের মাধ্যমে সেঁটে দিয়ে এটিকে দেওয়া হয় ‘শিল্পকর্মের’ খেতাব। নিলামের মাধ্যমে এই ‘শিল্পকর্ম কলাটি’ কেনেন চীনা বংশোদ্ভূত ক্রিপ্টোকারেন্সি ব্যবসায়ী জাস্টিন মুন।

এর আগে বুধবার (২৭ নভেম্বর) মৌরিজিও ক্যাটেলানের আর্ট ইন্সটলেশন ‘কমেডিয়ান’ নিউইয়র্কের সোথেবাই-এ নিলামে বিক্রি হয়েছিল।

উল্লেখ্য, ক্যাটেলান ২০১৯ সালে মিয়ামির আর্ট বাসেলে প্রথম জনসাধারণের কাছে প্রকল্পটি উন্মোচন করেছিল। যেখানে এর তিনটি সংস্করণ বিক্রি হয়েছিল। তখন থেকে এই টেপযুক্ত কলাটি পরিচিতি পেতে থাকে।

যখনই কোনো প্রদর্শনীতে এই ‘শিল্পকর্মটি’ নিয়ে যাওয়া হয় তার আগে কলাটি পরিবর্তন করা হয়। চীনা বংশোদ্ভূত জাস্টিন সান মূলত এই অদ্ভুত শিল্পকর্মটির প্রদর্শনীর স্বত্ব কিনেছেন। কীভাবে এটি প্রদর্শন করতে হবে সেই ব্যাপারেও তাকে একটি নির্দেশনা দেওয়া হয়েছে। গত সপ্তাহে শিল্পকর্মটি নিলামে তোলার আগে সেখানে নতুন কলা নেওয়া হয়।

বিজ্ঞাপন

এর আগেই এই শিল্পকর্মের প্রদর্শনীতে রাখা কলা খেয়ে ফেলার ঘটনা ঘটেছিল। প্রথমবার ২০১৯ সালে একজন পারফরমেন্স আর্টিস্ট। দ্বিতীয়বার ২০২৩ সালে দক্ষিণ কোরিয়ার এক শিক্ষার্থী কলাটি দেওয়াল থেকে খুলে খেয়ে ফেলেন। তবে এরজন্য ৭২ কোটি টাকা তো দূরের কথা এক টাকাও তাদের দিতে হয়নি।

সারাবাংলা/এইচআই

১ কলার দাম ৭২ কোটি টাকা জাস্টিন সান