৯ হাজার রানে উইলিয়ামসনের ইতিহাস
৩০ নভেম্বর ২০২৪ ০৯:১১
নিউজিল্যান্ডের হয়ে অনেক ‘প্রথমের’ সাক্ষী তিনি। এবার কেইন উইলিয়ামসন গড়লেন নতুন ইতিহাস। ক্রাইস্টচার্চে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে ব্যাটিংয়ে নেমে টেস্টে ৯ হাজার রান পূর্ণ করেছেন এই নিউজিল্যান্ড ব্যাটার। প্রথম কিউই ব্যাটার হিসেবে এই কীর্তি গড়েছেন উইলিয়ামসন।
টেস্টে ৯ হাজার রান থেকে অল্প দূরত্বে থেকেই ইংল্যান্ডের বিপক্ষে খেলতে নেমেছিলেন উইলিয়ামসন। প্রথম ইনিংসে দুর্দান্ত ব্যাটিং করেও সেঞ্চুরির দেখা পাননি তিনি, প্যাভিলিয়নে ফিরেছেন ৯৩ রানে।
দ্বিতীয় ইনিংসে আবার দলের হাল ধরেছেন তিনি। তৃতীয় দিনে লাঞ্চের পর ক্রিজে নেমেছেন তিনি। চা বিরতির ঠিক আগে আগে টেস্টে নিজের ৯ হাজার রান পূরণ করে নতুন রেকর্ড গড়েছেন তিনি। এখনো উইলিয়ামসন অপরাজিত আছেন ৩৫ রানে।
নিউজিল্যান্ডের হয়ে এই প্রথম কোনো ব্যাটার টেস্টে ৯ হাজার রান পূর্ণ করল। সব মিলিয়ে ১৯তম ক্রিকেটার হিসেবে টেস্টে ৯ হাজার রান করলেন উইলিয়ামসন।
১০৩ তম টেস্টে এসে এই কীর্তি গড়লেন উইলিয়ামসন। ম্যাচের হিসেবে এটি ৫ম দ্রুততম সময়ে ৯ হাজার রান ছোঁয়ার রেকর্ড। ৯৯ টেস্টে এই কীর্তি গড়ে সবার উপরে আছেন অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ।
সারাবাংলা/এফএম