বার্সাকে স্মরণ করে যা বললেন মেসি
৩০ নভেম্বর ২০২৪ ১৫:২১
এই ক্লাবের হয়ে মাঠে নামায় তাকে চিনেছে পুরো ফুটবল বিশ্ব। লিওনেল মেসি ‘মেসি’ হয়ে উঠেছেন এই বার্সেলোনাতেই। সাবেক ক্লাবকে নিয়ে তাই বরাবরই একটু আবেগী আর্জেন্টাইন অধিনায়ক। বার্সেলোনার ১২৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে মেসি বলছেন, কাতালান ক্লাবটির কথা খুব বেশি মনে পড়ে তার।
২০০০ সালে লা রোজারিও থেকে বার্সেলোনায় পাড়ি জমান কিশোর মেসি। লা মেসিয়া থেকে উঠে আসেন মূল দলেও। সেখানেই ২১ বছরের দীর্ঘ এই ক্যারিয়ারে মেসি দলের হয়ে জিতেছেন সবকিছুই। বার্সার হয়ে ৭৭৮ ম্যাচে রেকর্ড ৬৭২ গোলও করেছেন মেসি। ২০২১ সালে চোখের জলে বার্সাকে বিদায় বললেও প্রতিনিয়তই সাবেক ক্লাবকে স্মরণ করেন মেসি।
গত ২৯ নভেম্বর ছিল বার্সার ১২৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী। টিভি থ্রিতে দেওয়া সাক্ষাৎকারে মেসি বার্সাকে জানিয়েছেন প্রাণঢালা অভিনন্দন, ‘বার্সাকে ১২৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর অভিনন্দন। এই ক্লাবের অংশ হয়ে পেরে আমি গর্বিত। আমি ঈশ্বরের কাছে কৃতজ্ঞ যে এখানে আমি খেলতে পেরেছি। আমি আমার জীবনের বড় একটা অংশ এই দারুণ ক্লাবটায় কাটিয়েছি। এটা বিশেষ একটি ক্লাব, অন্য সবার চেয়ে আলাদা। এখন হয়তো ক্লাবের সময়টা ভালো যাচ্ছে না। তবে বার্সা ঘুরে দাঁড়াচ্ছে। তরুণ ফুটবলাররা দারুণ খেলছে। আমরা এমন বার্সাই দেখতে চাই।’
বার্সাকে অনেক বেশি মিস করেন মেসি, স্বীকার করেছেন নিজেই, ‘আমি এই ক্লাব, শহর, মানুষ, ভালোবাসা; সবকিছুই খুব বেশি মিস করি। আমি শুধু এটাই চাই যে সবাই মিলে ক্লাবকে অন্য উচ্চতায় নিয়ে যাক।’
এক মৌসুমে ৬ শিরোপা জেতার মুহূর্তটাই মেসির কাছে সবচেয়ে বেশি স্মরণীয় হয়ে আছে, ‘আমরা যে বছর ৬ শিরোপা জিতেছিলাম সেটা অনেক বেশি স্মরণীয় হয়ে থাকবে। আমরা প্রতিটা মুহূর্ত উপভোগ করেছি। আমরা সবকিছু জিতব, এই আত্মবিশ্বাস আমাদের ছিল। আমার মতো সবাই এটা উপভোগ করেছে বলেই আমার ধারণা।’
সারাবাংলা/এফএম