Saturday 30 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ব্যর্থ হলে কারোরই অস্তিত্ব রাখবে না খুনি হাসিনা’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ নভেম্বর ২০২৪ ১৬:২৪

ময়মনসিংহ: জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম বলেন, ‘খুনি হাসিনা ও তার দোসরেরা সব দিক দিয়ে চেষ্টা করছে- আমরা যেন সফল না হই। যদি আমরা ব্যর্থ হই, খুনি হাসিনা আমাদের কারোরই অস্তিত্ব রাখবে না।’

শনিবার (৩০ নভেম্বর) সকালে নগরের টাউন হলের তারেক স্মৃতি অডিটোরিয়ামে আয়োজিত ময়মনসিংহ বিভাগে ছাত্র-জনতা গণঅভ্যুত্থানে শহীদ ৫৫ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

সারজিস বলেন, ‘৫ আগস্ট এর আগে অনেক শহীদের পরিবার রয়েছে ঠিকমতো লাশ দাফন করতে দেওয়া হয় নাই। তাদের বাড়িতে থাকতে দেয়নি। হয়রানি করা হয়েছে। আবার যদি খুনি হাসিনার দোসররা আসে, তাহলে একই কাজই করবে। সেই জায়গা থেকে আমাদের সকলের দায়িত্ব যে স্বপ্ন নিয়ে, যে স্পিরিট নিয়ে এই অভ্যুত্থান হয়েছে সেটিকে রক্ষা করা।’

সাম্প্রদায়িক সম্প্রতি বাংলাদেশে থাকবে, ধর্মকে ব্যবহার করে যদি কোন ধরনের উগ্রসাম্প্রদায়িক কার্যকলাপে লিপ্ত হয় তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান সোচ্চার থাকবে। যারা ধর্মকে ব্যবহার করে সাম্প্রদায়িক সংঘাত ঘটাতে চায় এবং দেশে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরী করতে চায় সে সকল উগ্রবাদী ইসকনসহ ধর্মীয় সংগঠন গুলোকে নিষিদ্ধের দাবি জানায় সারজিস আলম।

এসময় ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ, অতিরিক্ত বিভাগীয় কমিশনার ইউসুফ আলী, জেলা প্রশাসক মুফিদুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার শামীম হোসেনসহ শহিদদের পরিবারের সদস্যগণ উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এসআর

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন সারজিস আলম

বিজ্ঞাপন

ফুটপাতে নবজাতকের মরদেহ উদ্ধার
৩০ নভেম্বর ২০২৪ ১৭:০৩

আরো

সম্পর্কিত খবর