Saturday 30 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফুটপাতে নবজাতকের মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট
৩০ নভেম্বর ২০২৪ ১৭:০৩ | আপডেট: ৩০ নভেম্বর ২০২৪ ১৮:১৪

মরদেহ। প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) প্রাচীর সংলগ্ন ফুটপাত থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত মেয়ে নবজাতকের বয়স হবে আনুমানিক একদিন।

শনিবার (৩০ নভেম্বর) বেলা সাড়ে ৩টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের বিপরীত পাশের বুয়েটের প্রাচীর সংলগ্ন রাস্তার বটগাছের নিচে ফুটপাত থেকে মরদেহটি উদ্ধার করে শাহবাগ থানা পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

বিজ্ঞাপন

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান বলেন, ‘ট্রিপল নাইনের (৯৯৯) মাধ্যমে সংবাদ পেয়েছিলাম, বুয়েট সংলগ্ন রাস্তায় একটি নবজাতকেরর মরদেহ পরে আছে। পরে ঘটনাস্থল থেকে নবজাতকের মরদেহটি উদ্ধার করা হয়। এসময় নবজাতকটি একটি হলুদ কাপড় দিয়ে মুড়ানো কাগজের কার্টুনে ছিল।

তিনি আরও বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে দেখা হচ্ছে।’

সারাবাংলা/এসএসআর/এইচআই

নবজাতক নবজাতকের মরদেহ রাজধানী

বিজ্ঞাপন

ইথুন বাবু-মৌসুমির নতুন গান
৩০ নভেম্বর ২০২৪ ১৯:০৫

আরো

সম্পর্কিত খবর