Monday 23 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইমেরিটাস সভাপতি ড. কামাল
গণফোরামের সভাপতি মন্টু, সম্পাদক ডা. মিজানুর

স্পেশাল করেসপন্ডেন্ট
৩০ নভেম্বর ২০২৪ ২১:৪৮ | আপডেট: ১ ডিসেম্বর ২০২৪ ০১:৪৭

(বাঁ থেকে) ড. কামাল হোসেন, মোস্তফা মোহসীন মন্টু ও ডা. মো. মিজানুর রহমান। ছবি কোলাজ: সারাবাংলা

ঢাকা: সপ্তম সম্মেলন থেকে বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মোহসীন মন্টুকে সভাপতি ও ডা. মো. মিজানুর রহমানকে সাধারণ সম্পাদক করে ১৫১ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করেছে গণফোরাম। দলের প্রতিষ্ঠাতা ড. কামাল হোসেনকে ইমেরিটাস সভাপতি হিসেবে রাখা হয়েছে।

রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে শনিবার (৩০ নভেম্বর) বিকেল ৩টায় শুরু হয় গণফোরামের কাউন্সিল অধিবেশন। এই অধিবেশন শেষে কাউন্সিলরদের সর্বসম্মতিতে রাতে নতুন কমিটি ঘোষণা করা হয়।

বিজ্ঞাপন

অধিবেশনে কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে নতুন কমিটি নির্বাচনের জন্য বিষয় নির্বাচনি কমিটি গঠিত হয়। বিষয় নির্বাচনি কমিটি সর্বসম্মতিক্রমে নতুন কমিটি ঘোষণা করে। এ সময় কাউন্সিলররা করতালির সঙ্গে দুই হাত তুলে নতুন কমিটিকে সমর্থন ও স্বাগত জানান।

নির্বাচনি অধিবেশনে সভাপতিত্ব করেন অ্যাডভোকেট সগির আনোয়ার। নির্বাচনি কমিটির পক্ষে নতুন কমিটির সদস্যদের নাম পড়ে শোনান সিনিয়র অ্যাডভোকেট সুব্রত চৌধুরী।

এর আগে মোস্তফা মোহসীন মন্টুর সভাপতিত্বে কাউন্সিল অধিবেশনে উত্থাপিত সাংগঠনিক প্রস্তাব, রাজনৈতিক প্রস্তাব ও অর্থবিষয়ক প্রস্তাবের ওপর বিভিন্ন জেলা ও উপজেলা নেতারা আলোচনা করেন।

‘জুলাই-আগস্ট ছাত্র জনতার আত্মত্যাগের চেতনায় বৈষম্যহীন বাংলাদেশ গড়তে আসুন ঐক্যবদ্ধ হই’ স্লোগান সামনে রেখে গণফোরামের সপ্তম জাতীয় সম্মেলন শুরু হয় শনিবার সকালে। সম্মেলন উদ্বোধন করেন জুলাই-আগস্ট গণআন্দোলনে নিহত মোহাম্মদ ফারহানুল ইসলাম ভূঁইয়ার বাবা শহিদুল ইসলাম ভূঁইয়া। সভাপতিত্ব করেন গণফোরামের প্রতিষ্ঠাতা ও ইমেরিটাস সভাপতি ড. কামাল হোসেন।

বিজ্ঞাপন

গণফোরামের নবনির্বাচিত কমিটিতে যারা—

ইমেরিটাস সভাপতি: ড. কামাল হোসেন

সভাপতি: মোস্তফা মোহসীন মন্টু

সাধারণ সম্পাদক: ডা. মো. মিজানুর রহমান

সভাপতি পরিষদ সদস্য: অ্যাডভোকেট এস এম আলতাফ হোসেন, জ্যেষ্ঠ অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, জ্যেষ্ঠ অ্যাডভোকেট এ কে এম জগলুল হায়দার আফ্রিক, অ্যাডভোকেট মহিউদ্দিন আবদুল কাদের, মেজবাহ উদ্দীন আহমেদ, মোশতাক আহমেদ, অ্যাডভোকেট ফজলুল হক সরকার, অ্যাডভোকেট সেলিম আকবর, অ্যাডভোকেট সুরাইয়া বেগম, হারুনুর রশিদ তালুকদার, রতন ব্যানার্জী, আব্দুল হাসিব চৌধুরী, আবুল হাসনাত, অ্যাডভোকেট নিলেন্দু দেব, গোলাম হোসেন আবাব, অ্যাডভোকেট কাজী মেজবাহ উদ্দিন ও মোহাম্মদ আলী বাদল।

কোষাধ্যক্ষ: শাহ নূরুজ্জামান

সম্পাদক পরিষদ: আয়ুব খান ফারুক, অধ্যক্ষ মো. ইয়াছিন, লতিফুল বারী হামিম, রফিকুল ইসলাম পথিক, মুহাম্মদ রওশন ইয়াজদানী, অ্যাডভোকেট এ কে এম রায়হান উদ্দিন, আলীনূর খান বাবুল, অ্যাডভোকেট শরীফুল ইসলাম সজল, মো. নাজমুল ইসলাম সাগর, মামুনূর রশিদ মামুন, মির্জা হাসান, মুহাম্মদ উল্লাহ মধু, আব্দুল হামিদ মিয়া, অ্যাডভোকেট বিশ্বজিৎ গাঙ্গুলী, অ্যাডভোকেট মোশারফ হোসেন তালুকদার, তাজুল ইসলাম, রনজিদ সিকদার, আজিজুর রহমান ভূঁইয়া মজনু, অ্যাডভোকেট সানজিদ রহমান শুভ, আজাদ হোসেন, প্রভাষক বকুল ইমাম, মোমেনা আহমেদ মুমু, খনিয়া খানম ববি, মো. আশরাফুল ইসলাম, তৌফিকুল ইসলাম পলাশ, মো.আলী লাল, অ্যাডভোকেট মো. সাইফুল ইসলাম, মো. মজিবুর রহমান শিবলু, মাহফুজুর রহমান মাসুম ও ফারুক হোসেন।

সারাবাংলা/টিআর

ইমেরিটাস সভাপতি গণফোরাম ড. কামাল হোসেন ডা. মিজানুর রহমান মোস্তফা মোহসীন মন্টু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর