থাই ট্রলারে মিয়ানমার নৌ বাহিনীর গুলি, ৩১ জেলেকে আটক
১ ডিসেম্বর ২০২৪ ০০:৪১ | আপডেট: ১ ডিসেম্বর ২০২৪ ০১:০৪
থাইল্যান্ডের মাছ ধরার দুটি ট্রলারে গুলি চালিয়েছে মিয়ানমারের নৌ বাহিনী। এ ঘটনায় এক জেলে পানিতে ডুবে মারা গেছেন। ৩১ জন জেলেকে মিয়ানমারের নৌ বাহিনী আটক করে নিয়ে গেছে বলে জানিয়েছে থাইল্যান্ড কর্তৃপক্ষ।
রয়টার্সের খবরে বলা হয়েছে, শনিবার (৩০ নভেম্বর) এ ঘটনা ঘটেছে। থাইল্যান্ডের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, মিয়ানমারের জলসীমার সাত দশমিক চার থেকে ১০ দশমিক ছয় কিলোমিটার ভেতরে ঘটেছে ঘটনাটি।
মুখপাত্র থানাটিপ সাওয়াংসাং এ ঘটনায় একটি বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে বলা হয়েছে, মিয়ানমারের জলসীমায় মাছ ধরছিল ১৫টি থাই ট্রলার। এর মধ্যে দুটিতে গুলি চালানো হয়েছে। এ সময় তিন জেলে পানিতে ঝাঁপ দেন। তাদের মধ্যে একজন ডুবে মারা গেছেন। বাকি দুজনকে থাই নৌ বাহিনী উদ্ধার করতে সক্ষম হয়েছে।
রয়টার্স জানিয়েছে, মাছ ধরার যে দুটি ট্রলারে গুলি করা হয় তার একটিতে ৩১ জন জেলে ছিলেন। তাদের সবাইকে মিয়ানমারের নৌ বাহিনী আটক করে নিয়ে গেছে। থাইল্যান্ডের নৌ বাহিনী তাদের মুক্তির জন্য আলোচনা চালিয়ে যাচ্ছে।
ব্যাংকক পোস্টের খবরে বলা হয়, ট্রলারগুলো কোহ ফ্যায়াম থেকে ২০ কিলোমিটার পশ্চিমে মাছ শিকার করছিল। এ সময় মিয়ানমারের তিনটি জাহাজ তাদের ওপর আচমকা গুলি ছুড়তে শুরু করে।
থাইল্যান্ডের ভাইস অ্যাডমিরাল সুয়াত ডনসাকুল বলেন, একটি ট্রলারে থাকা ৩১ জনকেই ধরে নিয়ে গেছে। তাদের মধ্যে চারজন থাই, ২৭ জন বার্মিজ। তাদের মিয়ানমারের ইয়ান চেউক দ্বীপে নিয়ে যাওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে
এ ঘটনা প্রসঙ্গে জানতে মিয়ানমারের জান্তা শাসকের সঙ্গে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি।
থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নিকনডেস বালানকুরা বলেন, তাদের মন্ত্রণালয়ও জেলেদের মুক্তির জন্য মিয়ানমার কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করছে। পাশাপাশি এ ঘটনায় কোনো আন্তর্জাতিক আইন লঙ্ঘিত হয়েছে কি না, সেটিও পর্যালোচনা করে দেখা হচ্ছে।
থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলের রানোং প্রদেশের সঙ্গে মিয়ানমারের জলসীমা রয়েছে আছে। প্রদেশটির মৎস্য বিভাগ থাইল্যান্ডের জেলেদের সতর্ক করে দিয়েছে, তাদের মাছ ধরার ট্রলারগুলো যেন ওই জলসীমার কাছ দিয়ে চলাচলের সময় সতর্ক থাকে।
সারাবাংলা/টিআর