Wednesday 15 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১৭ শূন্যতে মোমিনুলের লজ্জার রেকর্ড

স্পোর্টস ডেস্ক
১ ডিসেম্বর ২০২৪ ০৯:৪৫ | আপডেট: ১ ডিসেম্বর ২০২৪ ১১:৩৭

সবচেয়ে বেশি ডাকের মালিক এখন মোমিনুল

বাংলাদেশের হয়ে টেস্টে সর্বোচ্চ সেঞ্চুরির মালিক তিনি। মোমিমুল হক এবার গড়লেন একটি লজ্জার রেকর্ডও। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম দিনে শূন্য রানে ফিরে বাংলাদেশের হয়ে টেস্টে সবচেয়ে বেশি ডাক মারার রেকর্ডটাও নিজের করে নিলেন মোমিনুল।

মোহাম্মদ আশরাফুলের সাথে অনেকদিন ধরেই সবচেয়ে বেশি ডাকের রেকর্ডের যৌথ অধিকারী ছিলেন মোমিনুল। জ্যামাইকা টেস্টের প্রথম দিনে শূন্য রানেই মোমিনুল ফেরেন কিমার রোচের বলে। আর এতেই ১৭তম ডাকে আশরাফুলকে ছাড়িয়ে একাই পৌঁছে গেছেন শীর্ষে। সবশেষ ৬ ইনিংসে তিনবারই শূন্য রানে ফিরলেন তিনি। টেস্টে দেশের হয়ে সর্বোচ্চ সেঞ্চুরির সাথে সর্বোচ্চ ডাক, এমন রেকর্ড ক্রিকেট ইতিহাসে আর কারো নেই!

বিজ্ঞাপন

১২৮ ইনিংসে ১৭তম ডাক মেরেছেন মোমিনুল। আশরাফুল ১১৯ ইনিংসে শূন্যতে আউট হয়েছিলেন ১৬ বার। ১৩ বার শূন্য রানে ফিরে এই তালিকায় তৃতীয় স্থানে আছেন মুশফিকুর রহিম, সৈয়দ খালেদ আহমেদ ও তাইজুল ইসলাম। ১২ বার ডাক মেরেছেন মাশরাফি। ১১ বার শূন্য রানে ফিরেছেন তামিম, মাহমুদউল্লাহ ও খালেদ মাসুদ।

টেস্টে সবচেয়ে বেশি শূন্য রানে ফেরার রেকর্ড ওয়েস্ট ইন্ডিজের কোর্টনি ওয়ালশের। তিনি ডাক মেরেছেন ৪৩ বার। এরপর তালিকার দ্বিতীয় স্থানে আছেন ইংল্যান্ডের পেসার স্টুয়র্ট ব্রড, শূন্য রানে ফিরেছেন ৩৯ বার। এরপর নিউজিল্যান্ডের ক্রিস মার্টিন ৩৬, অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাকগ্রা ৩৫ বার শূন্য রানে ফিরেছেন।

বিশেষজ্ঞ ব্যাটারদের মাঝে সর্বোচ্চ ডাক শ্রীলংকার মারভান আতাপাত্তুর। তিনি ডাক মেরেছেন ২২ বার।

সারাবাংলা/এফএম

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ মোমিনুল হক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর