চ্যাম্পিয়নস ট্রফি
যে ‘কঠিন শর্তে’ হাইব্রিড মডেলে রাজি হচ্ছে পাকিস্তান
১ ডিসেম্বর ২০২৪ ১১:৩৬ | আপডেট: ১ ডিসেম্বর ২০২৪ ১৩:৩৮
চ্যাম্পিয়নস ট্রফি শুরুর মাত্র ২ মাস বাকি থাকলেও এখনো ভেন্যু নিয়ে আছে অনিশ্চয়তা। শেষ পর্যন্ত পাকিস্তানে হবে কিনা এই টুর্নামেন্ট, সেটা নিয়ে শঙ্কা থেকেই গেছে। তবে দুই দফায় আইসিসির বৈঠকের পর জানা গেছে, অবশেষে হাইব্রিড মডেলে টুর্নামেন্ট আয়োজনে রাজি হয়েছে পাকিস্তান। তবে এর পরিবর্তে আইসিসিকে কঠিন এক শর্তও বেধে দিয়েছে পিসিবি। পাকিস্তান বলছেন, আগামী ৭ বছর ভারতের মাটিতে কোনো আইসিসি টুর্নামেন্টের ম্যাচ খেলবে না তারা!
আয়োজক দেশ হিসেবে পাকিস্তানের নাম ঘোষণার পর থেকেই আপত্তি জানিয়ে আসছে ভারত। সবশেষ তারা আইসিসিকে সাফ জানিয়ে দিয়েছে, পাকিস্তানের মাটিতে খেলতে যাবেন না তারা। আর এতেই টুর্নামেন্টের ভবিষ্যৎ নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। পাকিস্তানও সাফ জানিয়ে দিয়েছিল, হাইব্রিড মডেল রাজি হবেন না তারা। এদিকে আইসিস পাকিস্তানকে দিয়েছিল দুটি প্রস্তাব। হয় হাইব্রিড মডেলেই হবে এই টুর্নামেন্ট, নাহলে বিকল্প ভেন্যুতেই আয়োজন করা হবে চ্যাম্পিয়নস ট্রফি।
আইসিসির এমন কঠিন প্রস্তাবে শেষ পর্যন্ত নিজেদের সিদ্ধান্তে অটল থাকতে পারছে না পাকিস্তান। ভারতীয় সংবাদমাধ্যম বলছে, আইসিসির দেওয়া হাইব্রিড মডেলের প্রস্তাবে রাজি হয়েছে পাকিস্তান। তবে আইসিসিকে পালটা শর্তও দিয়েছে পিসিবি। তারা জানিয়েছে, ভারত যদি পাকিস্তানের মাটিতে না খেলে, পাকিস্তানও ভারতের মাটিতে খেলবে না!
আগামী ৭ বছরে ভারতের মাটিতে হবে তিনটি আইসিসি টুর্নামেন্ট। ২০২৬ সালে শ্রীলংকাকে সাথে নিয়ে টি-২০ বিশ্বকাপ আয়োজন করবে ভারত। ২০২৯ সালে চ্যাম্পিয়নস ট্রফির আয়োজন হিসেবে ঘোষণা করা হয়েছে ভারতের নাম। ২০৩১ সালে বাংলাদেশকে সাথে নিয়ে ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করবে ভারত। পাকিস্তান বলছে, এবারের চ্যাম্পিয়নস ট্রফি যদি হাইব্রিড মডেলে হয়, তাহলে ভারতে অনুষ্ঠিত পরবর্তী তিন টুর্নামেন্টে পাকিস্তানের সব ম্যাচ হতে হবে ভারতের বাইরে। সেক্ষেত্রে ২০২৯ সালের চ্যাম্পিয়নস ট্রফিও হাইব্রিড মডেলে আয়োজনের দাবি করেছে পাকিস্তান।
হাইব্রিড মডেলে পাকিস্তানের সাথে আয়োজন হিসেবে নাম প্রস্তাব করা হয়েছে আরব আমিরাতের। তবে পাকিস্তানের দাবি, ভারত যদি সেমিতে উঠতে না পারে সেক্ষেত্রে সেমিফাইনাল ও ফাইনাল পাকিস্তানেই আয়োজন করতে হবে। এছাড়াও টুর্নামেন্টের আয়োজন দেশ হিসেবে বাড়তি আয়ও তাদের দিতে হবে। একই সাথে আরব আমিরাতে অনুষ্ঠিত ম্যাচে দলগুলোকে দিতে হবে পাকিস্তানের মতো নিরাপত্তা।
শেষ পর্যন্ত চ্যাম্পিয়নস ট্রফির ভাগ্যে কি আছে, সেটা জানা যাবে আইসিসির চূড়ান্ত ঘোষণার পরেই।
সারাবাংলা/এফএম