গাজায় ইসরাইলি হামলায় নিহত ৩৪
২ ডিসেম্বর ২০২৪ ১০:৫১ | আপডেট: ২ ডিসেম্বর ২০২৪ ১৩:২৩
লেবাননে যুদ্ধবিরতি চললেও অবরুদ্ধ গাজায় একের পর এক ইসরাইলি হামলা অব্যাহত রয়েছে। এবারের হামলায় নিষিদ্ধ অস্ত্র ব্যবহার করেছে ইসরাইল যাতে অন্তত ৩৪ জন নিহত হয়েছেন।
রোববার (১ ডিসেম্বর) উত্তর গাজার বেইত লাহিয়ায় এই হামলা চালায় ইসরাইল।
বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালায় তারা। শুরু থেকেই তাদের হামলা থেকে রেহাই পাচ্ছে না আবাসিক ভবনগুলোও। নির্বিচারে মারা যাচ্ছেন বেসামরিক নাগরিকরাও।
এই হামলায় আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ কিছু অস্ত্র গাজায় ব্যবহার করছে ইসরাইলি বাহিনী। এই অস্ত্র এতোটাই শক্তিশালী যে এতে মরদেহ পর্যন্ত নিশ্চিহ্ন হয়ে যায়।
গাজায় ফিলিস্তিন বিষয়ক শরণার্থী সংস্থা জানিয়েছে, ত্রাণকর্মীদের ওপর অব্যাহত হামলার ফলে কারেম আবু সালেম ক্রসিংয়ের কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।
এর আগের দিন শনিবার (৩০ নভেম্বর) আরও ১০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে কেবল জাবালিয়া শরণার্থী শিবিরে চালানো হামলাতেই ৪০ জন প্রাণ হারিয়েছেন।
উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবরের পর গাজায় ইসরাইলি হামলায় ৪৪ হাজার ৪২৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন এক লাখের বেশি। অন্যদিকে, লেবাননে মারা গেছেন তিন হাজার ৯৬১ জন। আহত হয়েছেন ১৬ হাজার ৫২০ জন।
সারাবাংলা/এসডব্লিউ