রাবিতে আন্ত:বিভাগ তায়কোয়ান্দো প্রতিযোগিতা শুরু আজ
২ ডিসেম্বর ২০২৪ ১১:৩২ | আপডেট: ২ ডিসেম্বর ২০২৪ ১১:৪৭
রাজশাহী: তৃতীয় বারের মতো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আন্ত:বিভাগ তায়কোয়ান্দো প্রতিযোগিতা ২০২৩- ২০২৪ শুরু হয়েছে আজ।
সোমবার (২ ডিসেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জিমনেসিয়ামে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যদ্বয় অধ্যাপক মোহাম্মদ মাঈন উদ্দীন এবং অধ্যাপক ফরিদ উদ্দিন খান।
প্রতিযোগিতাটির উদ্বোধন করে উপ- উপাচার্যদ্বয় খেলাধুলার মাধ্যমে ভ্রাতৃত্বের বন্ধন মজবুত করার আহ্বান জানান। তায়কোয়ান্দোকে ভিন্ন দেশের সংস্কৃতির আদান-প্রদানের ধারক হিসেবে উল্লেখ করেন তারা। এ সময় বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা আমিরুল ইসলাম কনক উপস্থিত ছিলেন।
এবারের প্রতিযোগিতাটি বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষা বিভাগের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হচ্ছে। আন্ত:বিভাগ তায়কোয়ান্দো প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের ২১টি বিভাগের ৭৬ জন ছাত্রী এবং ৭৫ জন ছাত্র মিলে মোট ১৫১ জন খেলোয়াড় অংশ নিয়েছেন।
এছাড়া আগামী বুধবার (৪ ডিসেম্বর) আন্ত:বিভাগ তায়কোয়ান্দো প্রতিযোগিতা ২০২৪-২৫ এর পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জিমনেসিয়ামে বিকেল ৪ টায় অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার প্রদান করবেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপ-উপাচার্যদ্বয় অধ্যাপক মোহাম্মদ মাঈন উদ্দীন, অধ্যাপক ফরিদ উদ্দিন খান ও কোষাধ্যক্ষ অধ্যাপক মো. মতিয়ার রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন আন্ত:বিভাগ গেমস্ সাব-কমিটির সভাপতি ও ফিশারীজ অনুষদের অধিকর্তা অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমান মণ্ডল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করবেন শরীরচর্চা শিক্ষা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. আহসান-উল-আলম।
সারাবাংলা/এসডব্লিউ