Monday 02 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ট্রেনে কাটা পড়ে বাবা-মেয়ে নিহত

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
২ ডিসেম্বর ২০২৪ ১৫:৩২ | আপডেট: ২ ডিসেম্বর ২০২৪ ১৭:৫৩

প্রতীকী ছবি

নওগাঁ: জেলার রাণীনগর উপজেলায় রেললাইন থেকে বাবা ও মেয়ের মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। পারিবারিক কলহের জেরে তারা ট্রেনের নিচে ঝাঁপ দিয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

সোমবার (২ ডিসেম্বর) সকালে উপজেলার চকের ব্রিজ এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- কুরবান আলী (৩৫) ও তার মেয়ে কোহেলী (১০)। নিহত কুরবান আলী উপজেলার দক্ষিণ রাজাপুর গ্রামের মৃত ইসমাইল এর ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে চকের ব্রিজ এলাকায় রেললাইনে বাবা-মেয়ের ছিন্নভিন্ন মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। দুজনের মরদেহই ছিল ট্রেনে কাটা। খবর পেয়ে সান্তাহার রেলওয়ে পুলিশ গিয়ে বাবা-মেয়ের মরদেহ উদ্ধার করে।

কুরবান আলী পেশায় একজন মৎস্যজীবী। তিনি বাক প্রতিবন্ধী। দীর্ঘদিন থেকে পারিবারিক বিষয়ে স্ত্রীর সঙ্গে বিরত চলে আসছিল। এরই ধারাবাহিকতায় গতকাল তার স্ত্রী বাড়ি থেকে চলে যায়।

ধারণা করা হচ্ছে, এরই জেরে মেয়েকে নিয়ে তিনি ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে তারা আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

রাণীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুল ইসলাম বলেন, ‘মরদেহ দুটি দেখার পর স্থানীয়রা থানায় সংবাদ দেওয়ার পরে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মরদেহ দুটি উদ্ধারে কাজ চলমান রয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে মনে হয়েছে।’

সারাবাংলা/এসডব্লিউ

ট্রেনে কাটা পড়ে মৃত্যু নওগাঁ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর