Wednesday 22 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চলে গেলেন স্বর্ণজয়ী শুটার সাদিয়া

স্পোর্টস ডেস্ক
২ ডিসেম্বর ২০২৪ ১৬:৩২ | আপডেট: ২ ডিসেম্বর ২০২৪ ১৭:৫৫

মারা গেছেন বাংলাদেশের শুটার সাদিয়া

২০১০ সালে দক্ষিণ এশিয়ান গেমসে বাংলাদেশের হয়ে স্বর্ণ জিতেছিলেন তিনি। শুটার সাদিয়া সুলতানার ছিল কমনওয়েলথ পদকও। আজ সেই সাদিয়া চলে গেলেন পৃথিবীর মায়া ছেড়ে। চট্টগ্রামের এক হাসপাতালে আজ ইন্তেকাল করেছেন সাদিয়া।

একটা সময় বাংলাদেশের শুটিং জগতের বড় তারকা ছিলেন সাদিয়া। তার বর্ণাঢ্য ক্যারিয়ারে জিতেছেন অনেক পদক। ২০১০ সালে কমনওয়েলথ শুটিং চ্যাম্পিয়নশিপে ১০ মিটার এয়ার রাইফেলে স্বর্ণ জিতেছিলেন সাদিয়া। দলগত ইভেন্টে শারমিন আক্তার রত্নার সাথেও জিতেছিলেন সোনা। ওই বছরেই এসএ গেমসে একই ইভেন্টে স্বর্ণ জয়ের কীর্তি গড়েন সাদিয়া। সবশেষ বাংলাদেশ গেমসে ২০১৩ সালে ১০ মিটার এয়ার রাইফেলে সাফল্য পেয়েছিলেন সাদিয়া।

বিজ্ঞাপন

২০১৩ এর পর থেকেই শুটিং জগত থেকে দূরে চলে যান সাদিয়া। লোকচক্ষুর আড়ালে চলে যাওয়া সাদিয়াকে নিয়ে সবশেষ খবর পাওয়া গিয়েছিল বেশ কয়েক বছর আগে। মাঝে ২০১৭ সালে আগুনে পুড়ে বেশ কিছুদিন ভুগেছিলেন তিনি। পরিবারের পক্ষ থেকে পরে জানানো হয়েছিল, শারীরিক ও মানসিকভাবে সুস্থ নেই তিনি।

গতকাল এক দুর্ঘটনার পর সাদিয়াকে চট্টগ্রামের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। আজ দুপুরে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাদিয়া। পরিবারের পক্ষ থেকে তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।

সারাবাংলা/এফএম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর